আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 5 হাজারেরও বেশি সদস্য করণায় আক্রান্ত:
কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভাল আছেন আজকে আপনাদের কাছে আমরা এমন একটি তথ্য তুলে ধরব এটি জানলে আপনি ও হতবাক হয়ে যেতে পারেন। আজ পুরো বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ বিপর্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে বাদ যায়নি আমাদের দেশ। আর এরই মাঝে মাত্র আড়াই মাসের ব্যবধানে কল্পনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55 হাজারের মতো যা খুবই হতাশাজনক। এই 55 হাজারের মধ্যে 5 হাজার 3 শত 33 জনেরও বেশি পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত ইতিমধ্যে অনেক পুলিশ থানা লকডাউন করা হয়ে গেছে। এই সংখ্যাটির গত মঙ্গলবার আক্রান্ত সদস্য সহ। তবে আশার খবর হচ্ছে যে এই সাড়ে পাঁচ হাজারের মধ্যে প্রায় 2 হাজার 59 জন সুস্থ হয়েছে বলে দাবি করছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর থেকে আরও জানানো হয়েছে যে শুধুমাত্র ঢাকার মধ্যে কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে প্রায় 1 হাজার 7 শত ছয় জন। যা অন্যান্য এলাকা থেকে অনেক পরিমাণ বেশি আক্রান্ত বলে জানানো হয়েছে আর এরই মধ্যে যে সকল পুলিশ সদস্য করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন অর্থাৎ যাদের শরীরে কোন ভাইরাসের প্রাদুর্ভাব আর নেই বলে জানা গেছে বা প্রমাণিত হয়েছে সেই সকল পুলিশ সদস্য আবার তাদের নিজ নিজ কর্মস্থলে আগের মতো যোগদান করছে বলে জানানো হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার তিনশত 12 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় 1 হাজার তিন শত 22 জনের বেশি পুলিশ সদস্য আইসোলেশন আছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন পর্যন্ত পুরো বাংলাদেশে প্রায় 15 জনের বেশি পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে।
বাংলাদেশ করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। বিগত 24 ঘণ্টায় বাংলাদেশে প্রায় 2690 জনেরও বেশি ব্যক্তি করনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এর মধ্যে 37 জন ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তার মধ্যে 28 জন পুরুষ এবং 9 জন মহিলা। মৃত্যু বরণকারী বেশিরভাগ ব্যক্তিই ঢাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।
এই নিয়ে মোট মৃতের সংখ্যা প্রায় সাড়ে সাতশ চুঁইচুঁই করছে যা খুবই ভয়াবহতা ইঙ্গিত করছে।
উল্লেখ্য যে বাংলাদেশের সকল ধীরে ধীরে অফিস-আদালত সব কিছু আগের মত খোলা হয়েছে। এছাড়াও গণপরিবহন ও স্বাস্থ্য বিধি অনুযায়ী চালু করা হয়েছে যা খুবই মারাত্মক একটা সিদ্ধান্ত। যদিও দেশের অর্থনৈতিক অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। তাই সকল প্রকার সাবধানতা অবলম্বন করুন এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।। ধন্যবাদ।
Exploring the Lexicon of Youth: Deciphering the Clue of a “Boisterous Young Woman”
In the vibrant world of crosswords, clues often evoke vivid images and stir the imagination, demanding not just knowledge but...