জিবনে সফল হতে সবায় চায় । এমন কাউকে পাওয়া কঠিন যে সফল হতে চায় না । অনেকে মনে করেন সফলতা মানে অনেক বেশি টাকা রোজগার করা । কিন্তু সফলতা মানে তা নয় । সফলতা মানে হল আপনি যা করতে চেয়েছেন তাই করছেন । যেমন একজন স্কুল টিচার সফল কারন তিনি স্কুল টিচার হতে চেয়েছিল, একজন ভালো সেলম্যান সফল কারন তিনি স্যালম্যান হতে চেয়েছিলো । যে কোন নির্দিষ্ট লক্ষ কে সামনে রেখে তার দিকে এগিয়ে যাওয়াই হল সফলতা । কিন্তু বেশির ভাব লোক তাদের জীবনে কেনো সফল হতে পারেন না । মনে করুন ১০০ জন লোক আছে যারা ২০-২৫ বছর বয়সে নিজের ভবিষ্যৎ শুরু করার জন্য কাজে লেগে পরে । আপনি কি জানেন ৬৫ বছর বয়সে এদের সাথে কি হবে । যখন এরা ক্যারিয়ার শুরু করেছিল ভেবেছিল সবাই সফল হবে । কিন্তু ৬৫ বছর পর দেখা যাবে ওদের মাঝে ২ জন ধনী হয়ে গেছে এবং ৮ জন আর্থীক ভাবে স্বচ্ছল হয়ে গেছে যারা এখনো পর্যন্ত কাজ করছে আর বাকি ৯০ জন হাল ছেরে দিয়েছে । এবং অন্য কোন কাজ করছে । এবার একটু ভাবুন তো ১০০ জনের মধ্যে মাত্র ১০ জন সফল হতে পেরেছে বাকি ৯০ জন কেন সফল হতে পারেনি । মানুষ যা করতে চায় আর বাস্তবে যা করতে পারে এর ভিতরে এতটা পার্থক কেন ? কারনটা হল লক্ষ ! আসলে ১০০ জনই চেয়েছিল সফল হতে যেখানে মাত্র ১০ জনের কাছেই সঠিক লক্ষ ছিল । কারন যখন আপনার লক্ষ ঠিক ছিল আপনি যখন যানবেন আপনার কোথায় যেতে হবে, তখনি আপনি গন্তব্যে পৌছাতে পারবেন । আর যারা শুধু কাজ করে যায় কিন্তু কোন লক্ষ থাকে না তারাই পরে অসফল হয় । মনে করুন কোন একটি জাহাজকে সাথে চালক , গন্তব্যের ঠিকানা ও ম্যাপ দিয়ে ছাড়া হল । তাহলে ১০০ ভাগের মধ্যে ৯৯.৯৯ ভাগই সে তার গন্তব্যে পৌছাতে পারবে । অপরদিকে ওই জাহাক কেই আবার যদি কোন ঠিকানা না দিয়ে সাথে ম্যাপ না দিয়ে ছেরে দেয়া হয় তাহলে কি হবে সে হয়ত চলতে চলতে কোন এক সময় অন্য কোন এক জায়গায় পৌছে যাবে । তাই জীবনে সফল হওয়ার জন্য লক্ষ স্পষ্ট হওয়াটা খুব দরকার । আপনি যদি আপনার জীবনে সফল হতে চান ঐ ৯০ জনের ভিতরে না থেকে ১০ জনের ভিতরে আসতে চান তাহলে আগে জীবনের লক্ষটাকে স্পষ্ট করুন । আপনি কি কখনো ভেবে দেখেছে পৃথীবিতে কত লোক পরিশ্রম করে কাজ করে কিন্তু সবাই জীবনে বেশি কিছু অর্জন করতে পারে না । অন্য দিকে কিছু কিছু লোক অল্প কাজ করেই অনেক কিছু পেয়ে যায় । এই সমস্ত লোক সবসময় সফলতার দিকেই আগাতে থাকে । অন্য কিকে অসফল ব্যাক্তিরা সবসময় অসফলই হতে থাকে । এরকম শুধু মাত্র লক্ষের জন্যেই হয় । যাদের সামনে লক্ষ থাকে তারা সেদিকেই কাজ করে । আর কিছু কিছু মানুষের সামেন কোন লক্ষই থাকে না । লক্ষকে সামনে রাখা ব্যাক্তি সফল হয় কারন সে জানে তাকে কোন দিকে যেতে হবে । যাদের সামনে লক্ষ থাকে তারা কেন সফল হয় জানেন কারন আপনি যেমন ভাবেন আপনি সেরকমি হবেন । তাই আপনি আপনার লক্ষকে স্থির করে ফেলুন এবং সেটিকে সফল হতে দেখুন ও লক্ষেরদিকে কাজ করুন তাহলেই আপনি সফল হবেন ।
বন্ধুরা লক্ষ জীবনে খুবই প্রোয়জন কারন লক্ষ ছাড়া আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না । তাই নিজের লক্ষকে স্পষ্ট করুন জীবনে সফল হোন ।
আনন্দ নিয়ে স্ট্যাটাস
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।...