হেলো ভিউয়ারস,,,,সবাই কেমন আছেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।
বর্তমান আমাদের দেশে অনেক বেকার মানুষ রয়েছে জারা প্রতিনিয়ত চিন্তা করতেছে যে কিভাবে তার বেকারত্ব সমস্যা টা দূর করবে। এই করোনাকালীন সময়ে কোন অফিসে বা গার্মেন্টসে লোক নিচ্ছে না। কিন্তু জারা বেকার আছে। তারা তো এটা নিয়ে অনেক চিন্তিত আছে। ভাই আমাদের সমাজে খুব কম লোক আছে জারা কিনা কোন কাজ না করেই দুই তিন বছর বসে বসে খেতে পারবে। কিন্তু আমরা জারা মধ্যবিত্ত পরিবারের লোকজন আছি। আমরা কি বসে বসে কোন কাজ না করেই খেতে পারব। সবার উত্তর হয়তো একি আসবে যে না। আমরা বসে বসে কয়দিন খাবো কিন্তু তারপর তো আবার আমাদের কাজ করতেই হবে।
যে ভাই/বোনেরা চাকরির পেছনে ছুটে বেরাচ্ছেন। কিন্তু কোন চাকরি খুজে পাচ্ছেন না। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। ভাই অজতা আর চাকরির পেছনে ছুটে আপনার মুল্যবান সময় টা নস্ট করবেন না। কারণ বর্তমান সময় টা খুবই মুল্যবান। চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করেন। নিজে কিছু করার চিন্তা করেন এবং কাজে লেগে জান। দেখবেন একদিন না একদিন ভালো কিছু হবেই।
আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে। আজকে আমি আপনাদের সামনে ৩ টা বিষয় তুলে ধরব যে তিনটা বিষয়ের কোন একটা যদি কাজে লাগাতে পারেন তাহলেই হবে। চলেন আর বেশি কথা না বারিয়ে আমরা আমাদের মুল বিসয়ের উপর নজর দেই।
অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ ৩ টি কাজ হলোঃ
★ ব্লগিং বা আর্টিকেল লিখে আয় করা।
★ ফেসবুক মার্কেটিং করে আয় করা।
★ ইউটিউবিং করে আয় করা।
ব্লগিং বা আর্টিকেল লিখে আয় করাঃ
বর্তমান অনলাইন এ অনেক সাইট রয়েছে যেগুলো দিয়ে আপনি ব্লগিং বা লেখালেখি করে আয় করতে পারবেন মাসে হাজার হাজার টাকা। এখন বলতে পারেন ভাই আমি তো ইংরেজি ভাষা জানি না তাহলে আমি আর্টিকেল লিখব কিভাবে? আরে ভাই আপনি ইংরেজি ভাষা জানেন না তো কি হয়েছে। বর্তমান বাংলাদেশে এমন অনেক ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে আপনি বাংলায় আর্টিকেল লিখে আয় করতে পারবেন অনায়াসে।
আমাদের দেশে বাংলা আর্টিকেল লেখার কয়েকটি জনপ্রিয় সাইট রয়েছে। সেগুলো হলো: গ্রাথোর ডট কম,যে আইটি আর্নিং প্রোগ্রাম, লেখক ডট কম, বাংলাহাব ডট কম ইত্যাদি আরও অনেক সাইট রয়েছে। শুধু এর জন্য প্রয়োজন আপনার কাজ করার ইচ্ছা আর লেখার অভিজ্ঞতা।
ফেসবুক মার্কেটিং করে আয় করাঃ
অনলাইন জগতে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুকের মাধ্যমে আপনি আপনার পন্য সামগ্রিই ক্রয়/বিক্রয় করতে পারবেন অনায়াসে। আপনার যদি কোন কিছুর ব্যাবসা / দোকান থাকে।তাহলে ব্যাবসা বা দোকানের পন্যগুলো আপনি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়াও আপনি ফেসবুক পেজ তৈরি করে তার মাধ্যমে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান প্রয়োজনীয় পন্য সামগ্রি ক্রয় বিক্রয় করার জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং। এর মাধ্যমে এখন মানুষ ঘরে বসে ব্যাবসা করছে। আর মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে।
ইউটিউবিং করে আয় করাঃ
সর্বশেষ আমি আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব সেটা ইউটিউবিং করে আয় করার কথা। আপনি ঘরে বসে ইউটিউবিং করে মাসে অনেক টাকা আয় করতে পারবেন। ধরেন আপনি এক জায়গায় ঘুরতে বের হলেন। সেখানে আপনার জেকোন একটা জিনিস ভালো লাগলো (যেমনঃ প্রাকৃতিক দৃশ্য)। তখন অই জিনিসটা আপনি আপনার কেমেরায় ফ্রেম বন্দী করে নিয়ে আসলেন। এবং এটা হালকা পাতলা ইডিট করে ইউটিউব এ আপলোড করলেন।ব্যাস এইভাবে আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু ভিডিও করে আপলোড করেন। দেখবেন আপনার ভিডিও হাজার হাজার মানুষ দেখছে। তখন আপনি টাকা ইনকাম করতে পারবেন।
যাইহোক অনেক কথাই তো বলে ফেললাম। যদি কোন ভুল/ত্রুটি করে থাকি তাহলে ক্ষমাদৃসটিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।