অনলাইন থেকে অর্থ উপার্জন করতে আমরা ভিন্ন ভিন্ন প্লাটফর্মে লেগে থাকি। অনলাইনে বিভিন্ন সেক্টর রয়েছে যেখানে আপনি আপনার স্কিল কাজে লাগানোর দ্বারা একটি ক্যারিয়ার গরতে পারেন।
আজকে আমরা অ্যাপ ডেভলপমেন্ট ক্যারিয়ার সম্পর্কে জানবো। ইন্টারনেটে আয় করার বিষয়ে রিসার্চ করে থাকলে নিশ্চই App Development এর বিষয়ে শুনে থাকবেন। সবসময়ের মতই ইন্টারনেটে App Developer দের চাহিদা অনেকটা বেশি। আর তাই আপনি যদি App Development ক্যারিয়ারে এগোনোর কথা ভেবে থাকেন তাহলে আপনিও অবশ্যই শুরু করতে পারেন। তবে নতুন হিসেবে অনেকে অ্যাপ ডেভেলপিং এর বিষয়ে কিছুই না জেনে থাকতে পারেন। চিন্তার কিছু নেই আজকের আর্টিকেল দ্বারা আমরা অ্যাপ ডেভেলপিং করে কিভাবে অর্থ আয় করা যাবে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো।
অ্যাপ ডেভেলপমেন্ট কি?
আমরা আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি। আমরা আমাদের মোবাইল যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করি সেগুলোকে Android App বলা হয়। এসকল অ্যান্ড্রয়েড অ্যাপগুলো তৈরি বা নির্মাণ করার প্রক্রিয়াকে Android App Development বলা হয়। আর যারা এই ধরনের অ্যাপগুলো তৈরি বা নির্মাণ করে থাকে তাদের বলে Android App Developers. একটি অ্যাপ ব্যবহার করে ধরনের ডিজাইন আপনি লক্ষ করবেন সে সকল কিছুই একজন অ্যাপ ডেভেলপার দ্বারা করা হয়। একবার ভেবে দেখুন আজ মার্কেটে কত ধরনের অ্যাপ আসছে। তাহলে অ্যাপ ডেভলপমেন্ট ক্যারিয়ার কতটা লাভজনক হতে পারে? উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানি বলা হয় এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট ক্যারিয়ারকে। এখন চলুন জেনে আসা যাক কিভাবে এই ক্যারিয়ার দ্বারা আমরা অর্থ উপার্জন করতে পারি।
অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর মাধ্যমে ইনকাম করার ৩ টি সেরা উপায়:
১. Google Adsence/ Google Admob: Google Adsense এবং Google Admob গুগলের বিজ্ঞাপন কোম্পানি, এই দুটি গুগলকে নিজস্ব সার্ভিস। আমরা আমাদের তৈরিকৃত অ্যান্ড্রয়েড অ্যাপগুলো সাধারণত গুগল প্লেস্টোরে একটি ডেভলপার অ্যাকাউন্ট করার মাধ্যমে কিছু ডলার ব্যয় করে আপলোড করে থাকি। প্লে-স্টোরে থাকা অ্যাপগুলোর আয়ের অন্যতম উৎস হলো বিজ্ঞাপন। যদি আপনার ফোন ইন্টারনেট কানেক্টেড হয় তবে আপনি কোনো অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করলে সেটি ব্যবহার করতে গেলে আপনার সামনে বিজ্ঞাপন দেখানো হয়। এটাই মূলত দেই App Developers দের আয়ের উৎস। এই উপায়ে একজন App Developer প্রচুর অর্থ আয় করে থাকে।
২) In App Purchase: আপনি যখন কোনো অ্যাপ ফ্রীতে ডাউনলোড করবেন তখন সেটিতে আপনার কোনো টাকা খরচ হবে না। তবে অ্যাপগুলো তে বাড়তি সুবিধা ভোগ করতে হলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ কিনে তারপর সুবিধা ভোগ করতে হয়। এটি মূলত In App Purchase প্রক্রিয়া। অর্থাৎ আপনি একটি গেম ফ্রীতে ডাউনলোড করলেন অ্যাপ স্টোর থেকে। আপনি গেমটি ফ্রীতেই খেলতে পারছেন, তবে গেমের জন্য বিভিন্ন গ্রাফিক্স, ক্যারেকটার ইত্যাদি কিনতে আপনাকে টাকা পে করতে হবে। App Development দ্বারা আয় করার আরো একটি কার্যকরী উপায় এটি।
৩)Premium App Sell: অনেক অ্যাপ আছে যেগুলো ডাউনলোড করতে হলে আমাদের টাকা ব্যয় করতে হয়। বিভিন্ন অ্যাপ ডেভলপাররা App Development দ্বারা আয় করার স্বার্থে বিভিন্ন প্রিমিয়াম অ্যাপ তৈরি করে সেটি বিভিন্ন অ্যাপ স্টোরে গ্রাহকদের অফার করে। এই পদ্ধতিতেও ভালো অর্থ আয় করে থাকে একজন app developer.
সর্বশেষ পরামর্শ: App Development Carrier তে এই তিনটি পদ্ধতি দ্বারা আপনি অর্থ উপার্জন করতে পারেন। তবে অর্থ উপার্জন করার আগে আপনাকে আপনার কাজের দিকে ফোকাস করতে হবে। বর্তমান মার্কেটে আপনি যত দক্ষতার সহিত কাজ করবেন আপনার আয় তত বেশি হবে। আল্লাহ হাফেজ