আবেগি মন কেনো যেনো আজ কষ্টের চাদরে আবৃত হয়ে বলছে আজ আমার ভিষন খারাপ লাগছে।আমার চতুর্পাশে দাঁড়িয়ে আছে নানান ক্ষিপ্ত অধিকারী কিছু কষ্ট । আমি যখন তাদের চোখে চোখ রাখি তখনই আমার মনে হয় আমি একজন জ্বলন্ত মানব । আমি সাথে সাথে চোখ ফিরিয়ে উত্তেজিত হয়ে চিৎকার করে তাদের চলে যেতে বললাম কিন্তু তারা কেউই গেলোনা । জায়গায় দাঁড়িয়ে থেকে সবাই আমায় শুভেচ্ছা দিতে লাগল।
কষ্টের এই শুভেচ্ছা আমার চোখের নোনা জল কিছুতেই ধরে রাখতে পারল না। এমনকি তারা আমার এই উৎক্ষিপ্ত পাষাণ্ড হৃদয় টাকে ভীষণভাবে জর্জরিত করতে লাগল । আমি চোখ খুলে দেখি নানান রঙের কষ্ট আমায় ভীষণভাবে জর্জরিত করছে । ঢেউয়ের মাঝে লুকিয়ে থাকা সমুদ্রের কষ্ট । ঘাসের ফাঁকে লুকিয়ে থাকা সবুজ রঙের কষ্ট আমায় হাতছানি দিয়ে ডাকছে। এক এক করে অন্ধকারে মিশে থাকা রাতের কষ্ট | এমন কি কাঁদাতে মাখা মাটির কষ্ট আমায় ভীষণভাবে যন্ত্রণা দিতে লাগলো । আমি তখন কষ্টের এই বিষ যুক্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে চিৎকার করে কাঁদতে থাকি। কিন্তু সেই কান্নার শব্দ কেউই শুনতে পেল না। কঠিন শক্তির অধিকারী চার দেয়ালের মাঝেই কান্নার শব্দ ভাসতে থাকলো। কূল কিনারা হারিয়ে নিরুপায় হয়ে আমি কষ্টের হাতে হাত মিলিয়ে খেলার জন্য উপস্থিত হলাম কষ্টের সেই সাজানো ময়দানে ।
নানান রকম কষ্টের খেলা আমি খেলছি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই খেলা কেউই দেখলো না । কিংবা দেখেও কেউ কেউ চোখজোড়া আড়াল করে রাখল । আজ আমি কষ্টের বাঁধনে আবদ্ধ হয়ে চলতে থাকি কঠিন এই পৃথিবীতে । দেখতে থাকি নানান রকম কষ্টের খেলা। গৃহিণীর মুখের মৃদু হাসিতে লুকিয়ে থাকা রহস্যময় রোমাঞ্চকর কিছু কষ্ট। যুবতীর টানা টানা চোখ জোড়ার পাতার নিচে আত্মগোপন করে আছে চাপা কান্নার কষ্ট।
কুয়াশার চাদরে ঢাকা শীতের কষ্ট।উত্তপ্ত রৌদ্রের সঙ্গী হয়ে থাকা গ্রীষ্মের কষ্ট। কোকিলের কুহু কুহু কন্ঠে মিশে থাকা বসন্তের কষ্ট।থই থই পানিতে ভেসে আসা বর্ষার কষ্ট।অনাহারে থেকে চিৎকার করে কেঁদে বেড়ানো দুর্ভিক্ষের কষ্ট। এমনকি জীবনের শেষ মুহূর্তের সময় টুকু বৃদ্ধাশ্রম এর বাগানে কাটিয়ে দেওয়া অবহেলিত বাবা-মায়ের কষ্ট |কেউ আবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে খাতার বুকে ফুটিয়ে তোলে নিজের এই কষ্টের কাহিনী ।
এত সব কষ্ট দেখে আজ আমি হারিয়ে গিয়েছি কষ্টের ঘুটঘুটে অন্ধকার মাখা বিশাল এক কালো বনে। তবুও নিজের আত্মাটাকে একবিন্দু সুখ দিবার আশায় কষ্টের এই আটকে পড়া জালের ফাঁক দিয়ে করতে থাকি সুখের সন্ধান । ভালো থেকো মন, ভালো থেকো প্রাণ।