হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি বরাবরের মতই সবাই অনেক ভালো আছেন। আজকের আর্টিকেলে আমরা ছেলে ও মেয়ে শিশুদের আধুনিক নাম এর তালিকা দেখে নিব। জন্মের পর বাবা মা তাদের সন্তানের জন্য নামকরণ অনুষ্ঠান করে থাকেন। প্রত্যেক বাবা মেয়েরা চান তাদের ছেলে মেয়ের জন্য একটি ভালো নাম নির্বাচন করতে। আর তাই আপনাদের সুবিধার্থে আমি ক্যাটাগরি হিসাবে ছেলে ও মেয়ের শিশুদের নামের তালিকা নিচে দিয়ে দিচ্ছি।
ছেলে ও মেয়ে শিশুদের আধুনিক নাম এর তালিকাঃ নামের তালিকার মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন অনেকে দুই অক্ষরের নামের তালিকা খুঁজে থাকেন, অনেকে তিন অক্ষরের বা চার অক্ষরের ও নামের তালিকা খুঁজে থাকেন। আর তাই সবগুলো ক্যাটাগরি আমি আলাদা করে দিয়ে দিচ্ছি।
দুই অক্ষরের ছেলে শিশুর আধুনিক নাম এর তালিকা
১. রাজু – Raju
২. রাজ – Raj
৩. শুভ – Shuvo
৪. শুভ্র – Shuvra
৫. নূর – Nur
৬. রঘু – Raghu
৭. রাহি – Rahi
৮. অভি – Avi
৯. শান – Shan
১০. শিবু – Shivu
তিন অক্ষরের ছেলে শিশুর আধুনিক নাম এর তালিকা
১. অনন্ত – Ananta
২. রাহাত – Rahat
৩. মনির – Monir
৪. আরিফ – Arif
৫. বিজয় – Bijoy
৬. মহিত – Mahit
৭. আশিক – Ashik
৮. অমিত – Amit
৯. সুব্রত – Subrata
১০. জাহিদ – Jahid
চার অক্ষরের ছেলে শিশুর আধুনিক নাম এর তালিকা
১. ইস্পাত – Ispat
২. আশুতোষ – Ashutosh
৩. শুভ্রতম – Suvratam
৪. দীপঙ্কর – Dipankar
৫. রঘুবীর – Raghubir
৬. অভিনব – Abhinaba
৭. আরমান – Arman
৮. আহবির – Ahabir
৯. মাহতাব – Mahatab
১০. আখতার – Akhtar
এতক্ষণ পর্যন্ত আমরা ছেলেদের তিন ক্যাটাগরির নামের তালিকা পেলাম। এখন আমরা মেয়েদের ক্যাটাগরি অনুসারে নামের তালিকা নিচে জেনে নিবো।
দুই অক্ষরের মেয়ে শিশুদের আধুনিক নাম এর তালিকা
১. অনু – Anu
২. তনু – Tanu
৩. প্রীতি – Priti
৪. ঋতু – Ritu
৫. রিতা – Rita
৬. নেহা – Neha
৭. হিমু – Himu
৮.রিয়া – Riya
৯. জুই – Jui
১০. নিশি – Nishi
তিন অক্ষরের মেয়ে শিশুদের আধুনিক নাম এর তালিকা
১. উর্বশী – Urvashi
২. হায়াত – Hayat
৩. নূপুর – Nupur
৪. ঝিলিক – Jhilik
৫. পূর্ণতা – Purnota
৬. পুষ্পিতা – Pushpita
৭. মৌসুমী – Mousumi
৮. রিদিতা – Ridita
৯. সুইটি – Suity
১০. নিশানা – Nishana
চার অক্ষরের মেয়ে শিশুদের আধুনিক নাম এর তালিকা
১. শতরূপা – Shatarupa
২. অনুপমা – Anupama
৩. অনামিকা – Anamika
৪. মনোয়ারা – Monoyara
৫. মধুরিমা – Madhurima
৬. অনুরিমা – Anurima
৭. জেসমিন – Jesmin
৮. অপরূপা – Aparupa
৯. দীপান্বিতা – Dipannita
১০. মোনালিসা – Monalisa
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ক্যাটাগরি ভেদে ছেলে এবং মেয়ে শিশুদের আধুনিক নাম এর তালিকা। আশা করছি আর্টিকেলটা আপনাদের উপকারে এসে থাকবে।
- হিন্দু নবজাতকদের নামের তালিকা – এক নজরে
আর্টিকেল যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, প্রশ্ন বা মতামত মন্তব্য করে জানবেন।
MashaAllah
nice
সুন্দর নাম
চমৎকার
nice
nice
Nice
Bou lagbe age
nice
good