চড়ুই পাখির ঔষধি গুনাগুন।
চড়ুই পাখির গোশত গরম শুষ্ক ও মুরগির গোশত হতে অধিক শক্ত হয়,
চড়ুই পাখির গোশত শীতকালে সবচেয়ে উত্তম ও চর্বিযুক্ত হয়।
এর গোশত বীর্য ও হজমশক্তি বাড়ায়,
কিন্তু মেদযুক্ত মানুষের জন্য এর গোশত ক্ষতিকর।
অবশ্য বাদাম তৈল দ্বারা এর ক্ষতিকর প্রভাব দূর হয়ে যায়।
বৃদ্ধ ও নরম মেজাজি লোকদের জন্য
এটা খুবই উপদেয়।
চড়ুই পাখির গোশত হলুদ রং করে, না খাওয়াই উত্তম।
কেননা এর সাধারণ একটি হাড়ও পেটে চলে গেলে এতে পিত্তথলিতে পাথর সৃষ্টি হয়।
চড়ুই পাখির বাচ্চা কোন টিমের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে হজম শক্তি অনেক বেড়ে যায়।
চড়ুই পাখি মন মেজাজ কে পরিচ্ছন্ন করে,
বিশেষত যখন চড়ুই পাখি নেহাত দুর্বল হয়।
গৃহ অবস্থান রত চর্বিযুক্ত চড়ুই পাখির গোশত সবচেয়ে ক্ষতিকারক।
কোনো কোনো ডাক্তারের মতে চড়ুই পাখির রক্ত,
সামান্য মধু মিশিয়ে মাথা ব্যাথার আক্রান্ত ব্যক্তির মুখ মন্ডলে লাগালে মাথা ব্যাথা উপশম হয়।
চড়ুই পাখির বিষ্ঠা থুথুর সাথে মিশিয়ে তরল করে কালো দাগের উপরে দিলে কালি দাগ মুছে যাবে,
এটা পরীক্ষিত একটি চিকিৎসা। কাঁটাযুক্ত চড়ুই লবনে ভেজে আহার করলে কিডনির পাথর চূর্ণ-বিচূর্ণ করে দেয়।
একটি ও উপদেয় পরামর্শ…..
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন চারটি বস্তু শরণ শক্তি বৃদ্ধি করে।
চড়ুই পাখির গোশত, বড় ইসরাফিল বাদাম পেস্তা,
অনর্থক কথা হতে বিরত থাকা মিসওয়াক করা
পূর্ণবান লোকদের মজলিসে গমন করা এবং নিজের এলেম অনুযায়ী আমল করা।
চারটি বস্তুর দেহকে শক্তিশালী করে গোশত আহার গ্রহণ।
বেশি বেশি গোসল ও রেশমি পোশাক পরিধান করা। আর চারটি বস্তু শরীরকে রোগ ও দুর্বল করে দেয়,
অধিক সঙ্গম করা,
সকালবেলা অধিক পানি পান করা,
অধিকহারে অমসৃণ জিনিস ব্যবহার করা,
এবং দুশ্চিন্তা দূর ভাবনায় ডুবে থাকা
যে ব্যক্তি অধিক সঙ্গমকে নিজের স্বভাবে পরিণত করে তার শরীরের পাচঁটি ক্ষতি হয়,
দৃষ্টিশক্তির দুর্বলতা সৃষ্টি হয় এক শ্রেণীর লোক সঙ্গমের আসল স্বাদ হতে বঞ্চিত থাকে, শীঘ্রই তার বার্ধক্য চলে আসে
যে ব্যক্তি মলমূত্র আটকে রাখে, এবং ঠিক সময় তা থেকে মুক্ত হয় না,
তার মূত্রথলি দুর্বল,
চামড়া শক্ত, জ্বালাপোড়া সৃষ্টি, এমনকি মূত্রথলিতে পাথর হয়ে যায়,
যে ব্যক্তি নিজের পেশাবে সর্বদা থুথু ফেলা কে অভ্যাসে পরিণত করবে,
সে কোমরের ব্যথা থেকে নিরাপদ থাকবে।
ইমাম কাজবিনি রহমাতুল্লাহি আলাইহি এই কথা উদ্বৃত করে লিখেছেন এই চিকিৎসাটি বহু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে প্রত্যেক বারই উপকার হয়েছে।
আসা করি আপনাদের অনেক উপকার হবে
এই পোষ্ট টি।
সকল কে ধন্যবাদ,
আসসালামু আলাইকুম।