এক চাষী একবার তার এক বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিল । কথা ছিল দরকারের সময় চাইবা মাত্র সে ধারের টাকা শোধ করে দেবে । কিছুদিন পরে চাষীটি তার বন্ধুর কাছে গিয়ে টাকা চাইল । যেন আকাশ তোমার কাছে ঢাকা ধার করলাম কবে ? থেকে পড়েছে এমনি ভাব করে বন্ধুটি বলল , সেকী বন্ধু , আমি আবার বন্ধুর অবস্থা দেখে চাষী তখন বলল , ভাই তোমাকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছিলাম ।
তুমি শপথ করেছিলে , আমার প্রয়োজনের সময় টাকাটা বলতে চাই না । ফেরত দেবে । এখন তুমি কিন্তু তোমার শপথ ভঙ্গ করলে । আমি এই বলে সে মনের দুঃখ মনে চেপে বাড়ি ফিরে গেল । এদিকে সেই দুষ্ট লোকটি দেখল , চাষী এখন চলে গেলেও আবার হয়তো লোকজন নিয়ে আসতে পারে । তাহলে তার নাকাল অবস্থা হবে । এখন বরং দিনকতক গা ঢাকা দিয়ে থাকা ভাল । সে ঠিক করল , বাড়ি ছেড়ে কিছু দিন পাশের গ্রামে গিয়ে থাকবে । সে সেদিন রাতেই গ্রাম ছেড়ে রওনা হল । কিছুটা পথ যাবার পর সে দেখল একটি খোঁড়া লোকও তার পেছন পেছন গ্রাম ছেড়ে চলেছে ।
দুষ্ট লোকটি তখন সেই খোড়া লোকটিকে জিজ্ঞেস করল , তুমি কে ভাই ? তুমিও বুঝি আমার মতো ভিন গাঁয়ে চলেছ ? উত্তরে লোকটি বলল , আমার নাম শপথ । আমি চলেছি প্রবঞ্চকদের শাস্তি দিতে। দুষ্ট লোকটি তখন বলল , তোমাকে তো তাহলে নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হয় । শপথ হেসে বলল , তা হয় বইকি । দুষ্ট লোকটি জানতে চাইল , আচ্ছা , এক একটা গ্রাম ঘুরে আসতে তোমার কত সময় লাগে ?
শপথ বলল , এই ধরো ত্রিশ – চল্লিশ বছর । তার কথা শুনে লোকটি আর গ্রাম ছেড়ে বেরুল না । তখনই বাড়ি ফিরে গেল । আর পরদিন চাষীর বাড়ি গিয়ে জোর গলায় বলতে লাগল , সে তার কাছ থেকে কোন টাকাই ধার করেনি । কোন শপথও সে করেনি । তাকে অপমান করবার জন্যই চাষী মিথ্যা কথা বলেছে ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে দুষ্ট লোকটি দেখল , শপথ নামের সেই খোঁড়া লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে । তার চোখে মুখে প্রচণ্ড রাগের ভাব । খোঁড়া লোকটি তখন সেই দুষ্ট লোককে দুহাতে চেপে ধরে বলল , তোমার আর রেহাই নেই । তোমাকে আমি এবারে পাহাড় থেকে ছুঁড়ে নিচে ফেলব । দুষ্ট লোকটি এবারে প্রচণ্ড ভয় পেয়ে গেল ।
সে কাতর স্বরে বলল , তুমি না বলেছিলে এক একটি গ্রামে ফিরে আসতে তোমার ত্রিশ – চল্লিশ বছর সময় লাগে ? আমি তো সেই হিসেব করেই গ্রামে ফিরে এসেছিলাম । তুমি তাহলে মিথ্যা কথা বলেছিলে ?। শপথ বলল , তোমাকে আমি সত্যি কথাই বলেছিলাম । কিন্তু কেউ যখন অন্যায় করেও বারবার নিজেকে নিরপরাধ বলে জাহির করতে থাকে তখন তাকে সমুচিত শিক্ষা দেবার জন্য সেইদিনই সেখানে উপস্থিত হই । এই বলে সে দুষ্ট লোকটিকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের দিকে রওনা হল ।