ক্লাসের শেষ বেঞ্চে বসে
ভাবি আমি একা,
একদিন হব আমি
পরালেখায় সবার চেয়ে সেরা।
বাসায় এসে ভাবি
পরবো সারারাত,
রাত ১০ টা বাজলেই আমি
ঘুমে কুপোকাত।
ঘুমানোর আগে ভাবি সকালে বাকিটা পরবো,
সকালে উঠে দেখি
৯ টা বেজে গেল।
খাওয়ার নেই যে সময়
পরবো কিভাবে,
শেষে, পরা না করে আমি
যায় যে ক্লাসে,
আবার, আমি ভাবি
এই ভাবতে ভাবতেই কেটে যায়
দিন, মাস, বছর
করা হয় না কোনটাই
শুধু ভাবনা ছাড়া………
আমি ভাবি ২
কম্পিউটার ক্লাসে এসে
একা একা বসে
আমি ভাবি
কম্পিউটারে দক্ষ হব আমি
ব্যাচ এর মধ্যে প্রথম।
বাসায় এসে ভাবি
আমি তো কাজই করি না
তাহলে, কিভাবে পারব
তখন ভাবি
কাল থেকে কাজ শুরু করবো,
কালকে তখন আমি
কম্পিউটার ক্লাসে বসে
ভাবি আমি
আজকে না কালকে থেকে
শুরু করবো কাজ।
তখন আবার
বাসায় এসে ভাবি
আজকে তো করলাম না ক্লাস
কালকে থেকে করবো
এই ভাবেই যায় যে চলে
সেকেন্ড, মিনিট , ঘন্টা
করা হয় না কোনটাই শুধু ভাবনা ছাড়া।
আমি ভাবি ৩
আমি ভাবি
এইবার রেজাল্ট আসবে খারাপ
তবে, এর পরের বার রেজাল্ট
করবো ভাল আমি
বাসায় এসে ভাবি
পরিক্ষা তো শুধু হলো শেষ
আছে এখনো সময়
এর পরের পরিক্ষায়
রেজাল্ট ভালো করার জন্য।
এখন আমি
পরালেখা বাদ দিয়া
ঘুরিব ফিরিব
মনের মতো।
তখন আমি ইচ্ছামতে
কাটায় সময় আমার
এভাবে যে কখন
চলেে আসে পরিক্ষা
বুঝতেই পারি না।
তখন আবার আমি
পরিক্ষার হলে ভাবি
এইবারে নাহয় পারলাম না
এর পরের বার
ভালোভাবে,
দিব আমি পরিক্ষা
এইভাবে,ভাবতে ভাবতে
কেটে যায় সময়
শেষে দেখা যায়
আমার রেজাল্ট
সকল পরিক্ষায় খারাপ।
এইভাবেই ভাবতে ভাবতে
কেটে যায় সময়ের স্রোতধারা
করা হয় না কোনটাই
চিন্তা-ভাবনা ছাড়া।
আমি ভাবি ৪
সকালে উঠিয়া আমি
ভাবি মনে মনে
কাল থেকে আমি
উঠবো সকালে।
আবার, কালকে যখন আমি
সকালে উঠতে যায়
খন ভাবি
এখন উঠতে পারব না আমি
ঘুম পাচ্ছে খুব
কাল নিশ্চয়ই উঠবো আমি
খুব সকালে।
এই ভাবেই আমি ভাবি
প্রতিদিন উঠবো সকালে
করা হয় না একদিন ও
শুধু ভাবনা ছাড়া।
আমি ভাবি ৫
পড়ার সময় আমি ভাবি
কাল থেকে পরালেখা করে
দেখিয়ে দিব সবাইকে
কাল যখন হয়
তখন দেখা যায়
আমি সেই একই ভাবনা ভাবছি
আবার যখন বসি
তখন আবার আমি
সেই একই ভাবনা ভাবি
এই ভাবেই
ভাবতে ভাবতে
চলে যায় সময়
হয় না শেষে কোনটাই
শুধু ভাবনা ছাড়া।
আমি ভাবি ৬
কখনো কি
সেই কাল আসবে
যখন আমি
না ভেবে কাজ করবো
আসবে কি সেই দিন
যেদিন কাজে করে দেখাতে পারবো
আমি ও পারি
হয়তো আসবে
যেদিন আমি
শুধু না ভেবে
ভাবনা টাকে কাজে
পরিনত করবো।