ভালোবাসি খুব বেশি
রুহি আক্তার
ভালোবাসি খুব বেশি তোমাকে
যতন করে রাখবো তোমায় এ বুকে
ইচ্ছে করে সারা ক্ষণ তোমায় কাছে রাখি
ইচ্ছে করে সারা ক্ষণ তোমার সাথে থাকি।
তুমি ছাড়া আমি শূন্য মরুভূমি
তুমি দূরে থাকলে।
আমার শুন্য শূন্য লাগে।
যেয়োনা কখনো দুরে
বন্ধু আমায় ছেড়ে।
বেশি কিছু চাইনা।
চাইছি শুধু একটু ভালোবাসা।
তোমার ঐ বুকে একটু খানি আশা।
চাইছি শুধু তোমার বুকে,
মাথা রাখার ঠাই।
তুমি ছাড়া আপন,
আর কেহ নাই।
বন্ধুত্ব
রুহি আক্তার
বন্ধুত্ব সারা জীবনের হয়।
এটা ভুলে যাওয়ার নয়।
যারা ভুলে যেতে চায়।
তারা এর যোগ্য নয় ।
তারা স্বার্থপরই হিসেবেই।
পরিচিত পায় ।
বন্ধুত্বের দাম দেয় যারা ।
জীবনে ভালো থাকে তারা।
এই বন্ধুত্ব সারা জীবনের হয়।
সেটাকে আগলে রাখতে হয়।
ভুলে যেও না
প্লিজ ভুলে যেও না।
রাগ করে দূরে যেওনা।
মনের আঙিনা থেকে মুছে দিও না ।
কখনো ভুলে যেওনা ।
কাছাকাছি থেকো ।
পাশে পাশি থেকো
কখনো কষ্ট পেয়ো না।
আমি আছি তো নিজেকে একা ভেবোনা। আমাকে স্বার্থপর ভেবোনা
প্লিজ ভুল বুঝনা।
পাশে থাকবো
কেমন আছো তুমি ।
কোথায় আছো তুমি ।
সারাক্ষণ শুধু,
ভাবছি তোমায় আমি।
মনের গোপন ঘরে,
রাখি তোমায় যতনে।
কষ্টকে ছুটে দেবো না তোমায়।
যতই কষ্ট তারা করুক আমায় ।
সারা জীবন কাছে রাখবো।
সারাখন পাশে থাকবো।
ভুলবোনা কখনো যতদিন বাঁচবো।
মেসেজ
আমি আছি ,,,,,তোমার অপেক্ষায়
দিন কাটে,,,,,, তোমার মেসেজ এর আশায়।
রাত কাটে ,,,,,,,তোমার সপ্নের প্রত্যাশায়।
তোমার সৃতিগুলো ভেবে,,,,, কাটে সময়।
প্রতিটা মুহূর্তে ,,,,,মেসেজ দিবে আমায়।
মনটা খারাপ হয়,,,,, তুমি মেসেজ না দিলে।
বুকটা ফেটে যায় ,,,তোমার কথা না শুনলে।
সপ্ন ভেঙ্গে যায়,,,,তোমার সাথে দেখা না হলে।
সৃতি গুলো কাদায়,,,তুমি না থাকলে।
খুব কষ্ট হয়,,,,,তুমি দূরে গেলে।
খুব মিস করি,,,,শুধু তোমাকে।
প্রতিটা মুহূর্তে,,,, মেসেজ দিবে আমাকে।
মনের মানুষ
বিবাগী মন খোঁজে সারাক্ষণ
আমার স্বপ্নে রয়েছে যে যন।
মনের ঘরে যতন করে
আসে সে রিদয় জুড়ে।
জীবনের প্রতিটা ক্ষণে
কাটেনা তার ভাবনা ছাড়া।
তারে বিনে আমি দিশেহারা।
সে পাশে থাকলে
নিজেকে যায় ভুলে।
বিবাগী মন থাকে তার আশায়।
কখন আসবে সে।
মন থাকে তার অপেক্ষায়।
তাকে না দেখলে রিদয় অস্থির হয়।
তাকে ভুলে থাকা সম্ভব নয়।
যার কষ্টে কাদি আমি।
আমার জীবনের সবচেয়ে দামী।
সেই মানুষটা হলো তুমি।
তুমি এসেছিলে
তুমি এসেছিলে হঠাৎ দমকা হাওয়ার মত,
শব্দ বিহীন এক শীতল অনুভূতি নিয়ে।
আমার মন বাগিচার মাঝে,,
নতুন ফুটন্ত ফুলের শোভা হয়ে।
পুষ্পের নায় উঠেছিলে রেঙ্গে বলেছিলে অনেক কথা।
তুমি এসেছিলে,,,,মেঠোপথ ধরে ভোরের শিশিরে পা দুটো ভিজিয়ে,,,
তুমি এসেছিলে ,,,, আমায় বলেছিলে,,, চলো যাই অনেকদূরে,,, হাটি একই পথে হাত দুটো ধরে।
তুমি বলেছিলে,,,,চলো ভালোবাসি,,,,চলো যাই হারিয়ে দুজন দুজনের মাঝে।
ডায়েরি
আদর করে ডায়েরি দিলে
যতন করে রাখবো
তোমার কথা মনে পড়লে
ডায়েরি খুলে দেখবো
এইভাবেই ভালোবেসো
ভুলনা কখনো
তুমি ভুলে গেলে
তোমার ডায়েরির পাতার নামটাকেই দেখবো