আসসালামুআলাইকুম! বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকের এই আর্টিকেলে আমরা গ্রামের সৌন্দর্য্য নিয়ে একটি বাস্তবিক গল্প শুনবো। আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য । গ্রামের সৌন্দর্য্য নিয়ে স্ট্যাটাস –
শহরের চাইতে গ্রামের সৌন্দর্য্য অনেকটাই আলাদা বলা যায়। আমার কাছে গ্রামের যে সৌন্দর্য্য রয়েছে সেটিকে শহরের তুলনায় অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় গ্রামের প্রকৃতি কথা বলে, তারা তাদের রূপের সৌন্দর্য্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলে।
আমি হয়তো শহরে থাকেন অথবা গ্রামে। কিন্তু যদি আপনি গ্রামে থাকেন তাহলে নিশ্চয় জানেন গ্রামের সৌন্দর্য্যের ব্যাপারে। আর যদি শহরে থাকেন তবে গ্রামে না আশা পর্যন্ত অবশ্য গ্রামের অনুভূতি বুঝতে পারবেন না। যাহোক অনেক কথাই তো হলো, চলুন এবার আমাদের গ্রাম নিয়ে একটি গল্প শুনে নেওয়া যাক।
আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য । গ্রামের সৌন্দর্য্য নিয়ে স্ট্যাটাস
আমরা যে গ্রামে থাকি সেটির নাম বাঘাইছড়ি। বাংলাদেশের বৃহত্তম উপজেলা হিসেবে ধরা হয় বাঘাইছড়ি কে। সুন্দর প্রকৃতিতে ঘেরা এই বাঘাইছড়িতে প্রকৃতির রূপে যেকেউ ক্ষণে ক্ষণে মুগ্ধ হবে। আমাদের গ্রামের সব গাছগুলো তাদের রঙিন ছায়া দিয়ে দাড়িয়ে আছে। গাছ গুলো দেখতে এক প্রকার অন্যরকম সৌন্দর্য্য উপভোগ হয়। আকাশের নীল মেঘ সাথে গাছের ছায়া সব মিলিয়ে এর অনুভূতিটা খুবই দারুন।
ধানের দিনে কৃষকরা সারি সারি ধান ফলিয়ে থাকে। কৃষকদের সেই ধান ফলানোর দৃশ্য দেখতে কতই না দারুন লাগে। জমিয়ে সারি সারি ধানগুলো যেনো নিজ আনন্দে সেজে থাকে। এগুলোই তো গ্রামের সৌন্দর্য্য।
যদি কখনো গ্রামে আসেন তবে ধানের জমি দেখে যাবেন, তখন ঠিকই বুঝে নিতে পারবেন গ্রামের সৌন্দর্য্য কেমন উপভোগ করা যায় সেটি।
গ্রামের নদীগুলো একে বেকে চলেছে, মাঝিরা নৌকা বাইচে। শহর থেকে কেউ আসলে মাঝিদের নৌকা চালানোর এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে চাইবে।
সুজলা-সুফলা সুন্দর এই প্রকৃতিতে হারিয়ে যেতে মন চাইবে সবার। সত্যই আমাদের গ্রামের প্রাকৃতিক সুন্দর্যের কোনো তুলনা হয়না।
গ্রামের সৌন্দর্য্য নিয়ে কয়েকটি স্ট্যাটাস মাথায় আসলো, আপনাদের সেগুলো শুনাচ্ছি।
গ্রামে সৌন্দর্য্য নিয়ে স্ট্যাটাসঃ
চলো যাই গ্রামেতে হারিয়ে যায় তোমার প্রেমেতে, প্রকৃতির এই ওপর দৃশ্য যেন মন ছুয়ে যায় ক্ষণে ক্ষণে।
আমি আর আমার আকাশ দুজন একসাথে, চলে যাবো তোমার মনের কার্নিশে। দুজনে হারিয়ে আবার একসাথে চলো যায় গ্রামের ওই অজানাই।
কারণে অকারণে প্রতিনিয়ত গ্রামের সৌন্দর্য্য তে হারিয়ে যাচ্ছি, জানিনা এর কোনো ঔষধ আছে কিনা।
আপনি যদি প্রকৃতপক্ষে সুখ পেতে চান তবে প্রকৃতির মাঝে নিজেকে দার করান, সুখ উপলব্ধ করতে পারবেন।
আমি শুধু হারিয়ে যায় গ্রামের ওই প্রকৃতিতে, কেউ আছো কি যে আমার সাথে প্রকৃতিতে হারিয়ে যেতে চাও।
এই ছিল আপনাদের জন্য আমাদের গ্রাম নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যের একটি ছোট হলো সাথে গ্রাম নিয়ে কয়েকটি স্ট্যাটাস। আশা করছি ভালো লাগবে, এই ছিল মূলত আজকের আর্টিকেলটা। আল্লাহ হাফেজ।