আমার জীবনঃ
আমার জীবন এ জগতে সবার থেকে ভিন্ন
এ জীবনে আমার তাই নেই কোন দ্বিধা-দ্বন্দ্ব
মনে হয় যেন এ ভুবনে আমি বড়ই একা
জীবনে কোনো শুভাকাঙ্ক্ষী পাইনি কভু দেখা।
সবার জীবনে থাকলেও দুঃখ আছে জানি সুখ
আমার জীবনভর শুধু বেদনাভরা দুখ।
সবাই গেয়েছে এই জীবনে জয় বিজয়ের গান
আমি কাঁধে নিয়েছি শুধু পরাজয়ের গান।
যতই ভেবেছি সবার সাথে জিতব এবার আমি
এই জীবনে পেয়েছি আমি ততই শুধু গ্লানি
পাইনি খুঁজে কাউকে আমি বলব মনের কথা
যতই ভাবছি কাঁদছি বাড়ছে মনের ব্যথা।
সবাই বলে এ পৃথিবী নাকি শান্তির মেলা
আমার কাছে এ ভুবনে কেবলই বিষের লীল
আমার জীবনেও একসময় সুখ খেলতো স্বপ্নের খেলা
স্বপ্ন আমার হারিয়ে গেছে রয়েছে বেদনার মেলা।
এত কিছুর মাঝে থেকেও আমি রয়েছি তবু বেঁচে
যে যাই বলুক এখন আমি আছি বড় সুখে।
কোচিং এর পড়াঃ
কোচিং এর পড়া ভাই কোচিং এর পড়া
বই পড়তে চলে যাই সকাল সন্ধ্যাবেলা।
মা বলে পড় বেটা, বাবা বলে পড়
পড়া শুনা করে এবার চাকরি ধর।
সারাদিন বিশ্রাম নেই, রাত্রি বেলা ঘুম নেই
কোচিং থেকে কোচিং চলে সকাল সন্ধ্যা
কোচিং এর পড়া ভাই কোচিং এর পড়া
গাদা গাদা কোশ্চিনে চোখ ছানাবড়া
কোচিং এর পড়া ভাই কোচিং এর পড়া।
বাবার চোখে ঘুম নেই, মায়ের পেটে ভাত নেই
মেজাজটা তাই সব সময় চড়া,
কোচিং এর পড়া ভাই কোচিং এর পড়া।
কোচিংঃ
কোচিং, কোচিং, কোচিং
কোচিং এর মেলা
কোচিং করে ছেলে-মেয়েদের
কেটে যায় বেলা
স্কুল থেকে যায় না বাসায়
ছুটে কোচিং করতে
ক্লান্তি সারা দেহ নিয়ে
পরে না বাসায় পড়তে।
মা-বাবা বকার মতো
কোচিংয়ে পাঠিয়ে সারা,
বোঝেই না, বড় বিষয়
সময় দিতে পারা।
বাসায় যদি পড়তো তারা
নিজের বুদ্ধি খাটিয়ে,
জ্ঞানী-গুণী হয়ে তারা
দেশকে দিতো সাজিয়ে।
উদাস বিকেলঃ
উদাস বিকেল দাকছে আমায়
শিমুলতলির কাছে,
মন বসে না বইয়ের ভিতর
কিংবা টিভির কাছে।
আমায় দাকছে সোনালি আলো
গাছগাছালির ছায়া,
মাঠে ঘাঠে কাশফুলদের
বুকভরা মায়া।
ছুটে গেলাম দরজা খুলে
সেই খেলার মাঠে
সেই খানেতে ছক্কা হাকাই
আমি একা ব্যাটে।
এমনিভাবে চাই কাটাতে
আমার সারা বেলা,
উটকো লাগে রইতে একা
পড়তে সন্ধ্যা বেলা।
পরীক্ষার সময়ঃ
পরীক্ষাটা সামনে এলেই
মাথায় পড়ে বাজ
যেটা পড়ি সেটাই দেখি
অনেক বাকি কাজ।
সারাটা দিন ভাবনা এখন
কেমনে করি পাশ,
সারা বছর ফাঁকি দিলাম
এখন সর্বনাশ।
এবার যদি কোন মতে
উপরে উঠে যাই,
এমন পড়া পড়ব তখন
যার তুলনা নাই।