হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আপনাদের মধ্যে এমন কি কেউ আছো যে অনেক বেশি সময় ফেসবুকে দেয়। যদি কেউ থেকে থাকো তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য বেষ্ট। শুধু আপনাদের জন্য না যে যে ফেসবুকে ভিডিও ছেড়ে ইনকাম করতে চাই তাদের জন্য এই লেখাটি৷
ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে মানুষ তাদের অধিকাংশ সময় ব্যায় করে। হিসেব করলে দেখা যাবে স্মার্টফোন ব্যবহার কারিরা প্রায় অধিকাংশ ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে সময় পার করে দেয়। আপনার আমার মতো সবাই ফেসবুকে আসি কিন্তু একবার ভেবে দেখেছেন কি আমরা যে সময়টা ফেসবুকে দেই সেই সময়টা যদি আমরা অন্য কোন জায়গায় দেই তাহলে মাসের শেষে সেই সময়টা কতটা মূল্যবান হয়ে দাড়াবে তা নিজে ও ভাবতে পারবেন না। ধরুন- আপনি দিনে ২ ঘন্টা ফেসবুক ব্যবহার করে। তাহলে মাসে ৬০ ঘন্টা। যা প্রায় ২.৫ দিনের সমান। এটাতো শুধু ছোট একটা হিসেব। সারাদিন কতটা সময় ফোনে ব্যবহার করেন সেই সময়টা হিসেব করতে গেলে দেখবেন মাসে ১০ দিনের উপর ফোন ব্যবহার করেন।
একবার ভেবে দেখুন এই সময়টাকে যখন আমরা আমাদের কাজে ব্যবহার করবো তখন সেই সময়টা মাসের শেষে আমাদের কি পরিমান টাকা দেবে। শুধু টাকা না একটা অভিজ্ঞতা ও হবে৷ আপনাকে এই সময়টা অন্য কোন জায়গায় ব্যবহার করতে হবে না আপনি এই সময়টা যেখানে ব্যবহার করছেন সেখানেই করুন৷ যে সময়টা ব্যবহার করেন সেই সময়টাই করুন দেখবেন এক মাসে আপনার কতটা লাভ হয়েছে৷
ফেসবুকের কোথায় ভিডিও ছাড়তে হবে?
ভিডিও ছাড়ার জন্য আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে হবে। সেই ফেসবুক পেজে আপনাকে ভিডিও ছাড়তে হবে৷
ভিডিও ছাড়ার জন্য কি কি শর্ত মানতে হবে?
ভিডিও ছাড়ার জন্য আপনাকে যে শর্তগুলো মানতে হবে সেসব হচ্ছে- ভিডিও টি আপনার নিজের হাতের তৈরি হতে হবে৷ প্রত্যেকটা ভিডিও ৩ মিনিট এর উপর দেয়ার চেষ্টা করবেন। ভিডিও দেয়ার সময় এই শর্তগুলো মেনে চললেই হবে৷
টাকা ইনকাম করার জন্য কি কি করতে হবে?
ভিডিও ছাড়লেই তো টাকা ইনকাম হয়ে গেল না। টাকা ইনকাম করার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে৷ তাহলেই আপনি ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতে পারবেন। সেগুলো হচ্ছে – আপনার পেজে ফলোয়ার ১০ হাজার হতে হবে, এবং শেষ ৬ মাসের ভিতরে ৩০ হাজার ভিউ হতে হবে এবং কি সোই ভিউ ১ মিনিট এর উপর হতে হবে তাহলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই কাজগুলো করার পর মনিটাইজেশন করুন। তাহলেই আপনার টাকা ইনকাম শুরু হবে।
আপনরা চেষ্টা করুন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট প্লিজ…