মেয়ে বন্ধু বানানোর উপায় কি! মানে মেয়ে পটানোর উপায় কি! এমন কি কোনো উপায় আছে যেটির মাধ্যমে আমি যেকোনো মেয়েকে আমার সাথে ভালো বন্ধুত্বের বন্ধনে নিয়ে আসতে পারি। দেখুন বন্ধুত্ব কেবল ছেলে+ছেলে, মেয়ে+মেয়ে এসবের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক কবি লেখকরা বলেছেন, যে সম্পর্কগুলো বিপরীত লিঙ্গের মধ্যে দিয়ে শুরু হয় সেগুলো অনেক মজবুত হয় এবং সেসব সম্পর্ক অনেক মধুর সম্পর্কে পরিণত হয়।
তাই বলে কি একজন ছেলে হিসেবে আপনি সব মেয়ের সাথে ভালো বন্ধুত্ব করবেন? একজন মেয়ে হিসেবেও আপনি সব ছেলের সাথেই বন্ধুত্ব করবেন? এমনটা মোটেও নয়।
হ্যাঁ, বন্ধুত্ব করা যেতেই পারে। আমাদের প্রত্যেকের অনেক অনেক ছেলে এবং মেয়ে বন্ধু থাকে। কিন্তু বেস্ট ফ্রেন্ড বা মনের মত ফ্রেন্ড একজন হয়। যদি আপনি এমন একজন মেয়ে বন্ধু বানাতে পারেন যে আপনার প্রত্যেক কথা শুনতে আগ্রহী হবে, যাকে আপনি সব কথা মন খুলে শেয়ার করতে পারবেন, তবে আপনি সত্যিই ভাগ্যবান হবেন। তো চলুন এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো ফলো করে আপনিও ভালো মেয়ে বন্ধু বানাতে পারবেন।
মেয়ে বন্ধু বানানোর উপায় | কিভাবে মেয়েদের সাথে বন্ধুত্ব করবেন?
১. মেয়েটির সম্পর্কে জানুন: আপনি যে মেয়েটির সাথে ভালো বন্ধুত্ব করতে চাচ্ছেন প্রথমত তার বিষয়ে ভালোমতো জেনে নিন। কারণ হুট করে আপনার একজন মেয়েকে ভালো লেগে গেল, যার সাথে আপনি বন্ধুত্ব করতে চান, এমনটা হলে সমস্যা। প্রথমেই মেয়েটির ব্যাপারে জানুন, মেয়েটি কেমন, তার ভালোলাগার বিষয়গুলো কি, সে কি অপছন্দ করে ইত্যাদি।
২. নিজ থেকে গিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করুন: যখন আপনি মেয়েটির ব্যাপারে জানতে পারবেন তখন আপনি তার সাথে কথা বলুন, প্রথমেই যে আপনাকে তার সাথে বন্ধুত্বের জন্য প্রস্তাব দিতে হবে এমনটা নয়। প্রথমে স্বাভাবিকভাবে কথা বলুন, কথা বলার কোনো পথ তৈরি করে তার সাথে কথা বলুন। তবে ব্যবহার অবশ্যই ভালো করতে হবে, তার খারাপ লাগবে এমন কথা বলবেন না।
৩. ছোট বড় কাজে সাপোর্ট করুন: মেয়েরা এমন একজন বন্ধু খুঁজে যে তাকে সব ধরনের কাজে সাপোর্ট করবে। আপনি যদি একজন মেয়ের সাথে বেস্ট ফ্রেন্ডশিপ করতে চান তবে অবশ্যই তার ছোট বড় সব ধরনের কাজে তাকে সাহায্য করুন। আর্থিকভাবে সাপোর্ট করবেন এমনটা নয়, তাকে অন্যান্য কাজেও সাহায্য করতে পারেন।
৪. সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকুন: আজকালকার প্রত্যেক ছেলেমেয়ে সোশ্যাল মিডিয়া গুলোতে সক্রিয় থাকে। আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন তার সাথে সোশাল মিডিয়ায় যুক্ত থাকুন। তার পোস্ট, স্ট্যাটাস গুলো লাইক/কমেন্ট করুন। এতে তার আপনার প্রতি ভালো ধারণা আসতে শুরু করবে। ফেসবুকের মাধ্যমেও ভালো রকমের যোগাযোগ রাখা যায়। তবে তাই বলে সারাক্ষণ বিরক্ত করা যাবে না।
৫. তার কথা শুনুন এবং ধৈর্য্য রাখুন: শুধু মেয়েরা নয়, আমরা প্রত্যেকে শুনার চেয়ে বলতে বেশি পছন্দ করি। আর তাই আপনি যে মেয়ের সাথে বন্ধুত্ব করতে চান সবসময় তাকে ছোট খাটো বিষয়ে প্রশ্ন করুন। তাকে কিছু বলার চেষ্টা না করে বেশিরভাগ সময় তাকে বলার সুযোগ দিন। এতে সে ভেবে নিবে আপনি তার কথার মূল্যয়ন করেন।
এছাড়াও অবশ্যই ধৈর্য্য রাখবেন। একটি মজবুত সম্পর্ক তৈরি করতে গেলে অবশ্যই ধৈর্য্য রাখতে হবে। এই ছিল মূলত আজকের আর্টিকেলটা। আশা করছি আপনাদের অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তবে শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।