ঈদ হলো মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ মানে আনন্দ। ঈদকে ঘিরে আমাদের সবার মধ্যেই রাজ্যের আনন্দ কাজ করে। ছোটবেলা থেকেই আমরা ঈদ বলতে বুঝি ঈদের নামাজ পড়া, নতুন জামা কাপড় পরা, মেহেদি লাগানো, মিষ্টিমুখ করা, প্রিয়জনদের সাথে সময় কাটানো ইত্যাদি।
ঈদের চাঁদ দেখার পর থেকেই আমাদের মনে ঈদের আনন্দ, আমেজ সৃষ্টি হয়। প্রতিটি ঈদের আগেই আমরা নতুন নতুন শুভেচ্ছা বার্তা দিয়ে বন্ধুদের শুভেচ্ছা প্রেরণ করা থাকি। ছোটবেলায় দেখতাম ঈদের আগে বন্ধুদের মধ্যে ঈদ কার্ড বিতরণের ধুম পড়ে যেত কিন্তু কালের বিবর্তনে সময়ের সাথে পাল্লা দিয়ে প্রযুক্তিতে আসক্ত হয়ে এখন আর আগের মতো ঈদ কার্ড বিতরণের তোলপাড় সৃষ্টি হয় না।
আজকাল ছেলে মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ক্যাপশন, উদ্ধৃতি, স্ট্যাটাস দিয়ে বন্ধুদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। আমরা চাইলেই হাতে বানানো বিভিন্ন পোস্টার, কাগজ দিয়ে কেটে বিভিন্ন ডিজাইনের সুন্দর কার্ড এবং মনের মত করে ক্যাপশন মিশিয়ে বন্ধুদের উইশ করতে পারি।
প্রিয় বন্ধুকে ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ শুভেচ্ছা বার্তা ব্যবহার করতে পারি যা সহজেই মন ভালো করে দিতে পারে। ঈদের দিন যদি বৃষ্টি হয় বা আবহাওয়া বৃষ্টিময় হয় তাহলে-
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে ঈদের হাওয়া লাগল মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে
পরবে সবাই নতুন পোশাক
ঈদ যেন সারা জীবন রয়ে যাক “ ঈদ মোবারক” – এটি ব্যবহার করতে পারি।
বর্তমানে শিশু-কিশোর, যুবক-যুবতী সবার মাঝেই খুবই জনপ্রিয় একটি ঈদ শুভেচ্ছা বার্তা হল-
আসছে ঈদ, চলছে গাড়ি,
তোমার দাওয়াত, আমার বাড়ি,
হিমেল হাওয়া, গরমের দিন,
দাওয়াত দিলাম অগ্রিম
আসবে কিন্তু ঈদের দিন
অগ্রিম ঈদ মোবারক।
ঈদের চাঁদ দেখার পর চাঁদপ্রিয় বন্ধকে চাঁদের ক্যাপশন দিয়ে ঈদ উইস করা যেতে পারে। যেমন-
বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিন্তু বাড়িতে? খেতে দেবো হাঁড়িতে।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহণ করো।
”ঈদ মোবারক”
কেউ যদি প্রকৃতি ভালোবাসে তাহলে-
আকাশের নীল দিয়ে, হৃদয় ছোঁয়া দিয়ে,,
সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক।- ক্যাপশনটি ব্যবহার করতে পারে।
আবার বন্ধু যদি দূরে বসবাস করে তাহলে-
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিক ঐ থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দুরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
ঈদের দিনে তোকে আমার পড়বে খুব মনে।
ঈদ মোবারক। – এটি ব্যবহার করা যেতে পারে।
এছাড়াও সুন্দর ক্যাপশন বা নীতিবাক্য লিখেও ঈদের শুভেচ্ছা বার্তা পাঠানো যায়। যেমন-
”বছরের এই বিশেষ দিনটি তোমার জীবনে বয়ে আনুক অনেক অনেক আনন্দ। অনেক অনেক ভালো কাটুক তোমার ঈদের দিনটি” শুভ হোক তোমার ঈদের দিন। -ঈদ মোবারক।