আমরা প্রতিনিয়ত কাজ করি। কিছু কাজ আমার বুঝে করি আর কিছু কাজ আমার না বুঝে করি। প্রতিটি কাজের ফসল আমরা পাই।এমন কিছু কাজ আমার করি যা আমাদের কে চরম কস্ট দেয় নিজের মন।আশুন এমন একটি গল্পের সাথে পরিচিত হই।
অসমাপ্ত গল্প……
একটি বাড়িতে অনেক এ ভাড়া থাকত। বাড়ির ছাঁদ টা ছিল খুব সুন্দর। প্রতিদিন ওখানে একটি ছেলে বসে থাকত। আর একই বাসার অন্য একটি মেয়ে যখন ছাঁদে যেত সে দেখত ছেলেটি তার দিকে তাকিয়ে আছে। প্রতিদিন সে এটা লক্ষ করে যে সে ছাঁদে গেলেই ছেলেটি তার দিকে তাকিয়ে থাকে। একদিন মেয়েটি ছেলেটিকে অনেক কথা শুনাতে থাকে।তখন ছেলেটি বলে আপনি আমাকে ভুল বুজ্জেন। মেয়েটি আর রেগে যায়। তখন সে ছেলেটিকে একটা চর দিয়ে ছাঁদ থেকে চলে আসে। তারপর পর প্রতিদিন মেয়েটি ছাঁদে যায়। কিন্তু ছেলেটিকে আর কখনো ছাদে দেখা যায় না। এভাবে চলে যায় অনেক গুলো দিন।মেয়েটা খুব অনুশোচনায় ভোগে।তার শুধু একটি কথা মনে পরে সে ছেলেটিকে কিছু বলার সুযোগে দেয় নি। একদিন মেয়েটি ছেলেটির এক বন্ধুর কাছে ছেলেটির ব্যাপার এ জানতে চায়। তখন ছেলেটির বন্ধু বলে ও এখান থেকে চলে গেছে।মেয়েটি বলে কোথায়। ছেলেটির বন্ধু বলে ওর এক আংকেল এর বাসায়। মেয়েটি বলে কেন ওর বাসা নাই। তখন ছেলেটির বন্ধু বলে,আছে কিন্তু তিনমাস আগে একটা গাড়ি দূরঘটনায় ওর মা – বাবা মারা যায়,আর ও অন্ধ হয়ে বেঁচে যায়।তখন মেয়েটি ওখান থেকে চলে যায়। সে খুব কান্না করে।কিন্তু কিছু করার থাকে না……….
কাউকে কিছু বলার আগে একটু যাচাই করেবেন যা বলছেন তা সত্য তো।হতে পারে আপনার বলাটা তার জন্য অনেক বড় আঘাত।হতে পারে আপনি ভুলে করছেন। যা করেন না কেন আগে একটু যাচাই করে নিবেন
****ধন্যবাদ***