সুস্থ দেহ আমাদের সবার কাম্য
সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুসে ক্যান্সারের সংখ্যা অনেক বেশি।আমাদের দেশে পুরুষদের ক্যান্সারের মারা যাওয়ার প্রধান কারন এই ফুসফুসে ক্যন্সার।যে সকল কারনে এটি হয়।
ফুসফুসে ক্যন্সারের অন্যতম প্রধান কারন ধুমপান।
বায়ু ও পরিবেশ দূষণ এবং বাসস্তানে অথবা যেকোন জায়গাতে দূষণ এর মাধ্যমে।
যক্ষা বা কোন ধরনের নিউমোনিয়া ফুসফুসে এক ধরনের খত তৈরি করে পরে ক্যান্সারে পরিনত হতে পারে।
খাদ্য তালিকায় আঁশজাতীয় খাদ্যের অভাবে এটি হতে পারে।
লক্ষন
হাঁপানি ঘন ঘন জ্বর ।
বারবার ব্রংকাইটিস নিউমোনিয়া দ্বারা সঙ্ক্রমিত হয়।
দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যাথা অনুভব হয়।
ওজন হ্রাস এবং ক্ষধামন্দা হয়।
হাড়ে ব্যাথা অনুভব, দুর্বলতা,জন্ডিস,অ কোন গ্রন্থি অবশ হয়ে যাও্যা।
প্রতিকার
রোগের লক্ষনগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া।
প্রয়োজনে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা
রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া
প্রতরোধে
ক্যান্সার প্রতিরোধে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গুলো নিতে পারি
ধুমপান ও মদ্যপান না করা
নিয়মিত ব্যায়াম করা
পরিমানমতো শাকসবজি খাওয়ার অভ্যাস করা
আতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য কম খাওয়া
সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন