বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
বর্তমানে বিনােদনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ভূমিকা
বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বিনােদন জগতে | একটা নতুন দিগন্তের উন্মােচন হয়েছে । একটা সময় ছিল যখন বিনােদনের জন্য মানুষকে ঘরের বাইরে যেতে হতাে । যেমন – সিনেমা দেখতে হলে সিনেমা হলে যেতে হতাে , খেলা দেখতে হলে খেলার মাঠে যেতে হতাে , গান শুনতে হলে গানের জলসায় যেতে হতাে । এখন এ ধরনের বিনােদনের জন্যে মানুষের আর ঘর থেকে বের হতে হয় না । তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশে প্রথমে
রেডিও তারপর টেলিভিশন এসেছে । তারপর এসেছে কম্পিউটার | একসময় কম্পিউটার সংযুক্ত হয়েছে ইন্টারনেটের সাথে । ফলে একজন মানুষ তার ঘরের চার দেয়ালের ভেতরে আবদ্ধ থেকেই সব ধরনের বিনােদন উপভােগ করতে পারে । কারণ গান , চলচ্চিত্র , আলােকচিত্র , গেমস সবকিছুই এখন কম্পিউটার দিয়ে করা যায় । আবার তথ্যপ্রযুক্তির কারণে বিনােদন গ্রহণের প্রক্রিয়াটিতে যেরকম পরিবর্তন এসেছে ঠিক সেরকম পরিবর্তন এসেছে বিনােদনের বিষয়গুলােতে । এছাড়া ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানাের পর দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে । কাজেই এখন একজনকে আর গান শােনার জন্য কিংবা চলচ্চিত্র দেখার জন্য অডিও সিডি বা ডিভিডির ওপর নির্ভর করতে হয় না । ইন্টারনেট ব্যবহার করে সরাসরি গান বা চলচ্চিত্র উপভােগ করা সম্ভব হয় । শুধু তাই নয় , রেডিও বা টেলিভিশন চ্যানেলগুলাে এখন ইন্টারনেট ব্যবহার করে দেখা যায় এবং সেগুলাে অনেক সময়েই রেকর্ড করা থাকে বলে কাউকেই আর কোনাে কিছুর জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা । করতে হয় না , যখন যেটি দেখার ইচ্ছে করে তখনই সেটা দেখা । যায় । তথ্যপ্রযুক্তির উন্নতির পাশাপাশি নতুন কিছু বিনােদনের জন্ম হয়েছে , তার একটি হচ্ছে কম্পিউটার গেমস । সারা পৃথিবীতেই । এখন কম্পিউটার গেমসের বিশাল শিল্প তৈরি হয়েছে এবং নানা ধরনের কম্পিউটার গেমসের জন্ম হয়েছে । যেটি বর্তমানের বিনােদনে বেশ বড় মাত্রা যােগ করেছে । এক কথায় আমরা বলতে পারি , তথ্যপ্রযুক্তির কারণে শুধু যে নতন । নতন বিনােদনের জন্ম হচ্ছে শুধু তা নয় , সেই বিনােদনগুলাে যেকোনাে সময় এখন একেবারে সাধারণ মানুষের কাছেও পেীছে যাচ্ছে ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই
বর্তমানে বিনােদনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ভূমিকা
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান আল্লাহতালা আমাদের কে ভালো বাসবেন
আজকের পোষ্টটি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ