এই যে ছবিটা সেটা আমার একটা ছবি। আমি একজন প্রবাসী। যারা যারা আমার এই আর্টিকেলটা দেখছেন তারা নিশ্চয়ই ছবিটা কে দেখেছে। আমার চেহারাটা দেখলে বোঝা যায় যে আমি কতটা সুখে আছি। আসলে বলতে কি আমি আসলেই অনেক সুখী, কারণ আমার কঠোর পরিশ্রমে, আমার পরিবার একটু সুখের আশা করতে পারে। আসলে শুধু আমি না, আমার মতো বহু প্রবাসী আছে। যারা নিজের পরিবারের সুখের জন্য নিজের জীবনটাকে বলিদান দিতেও ভয় করে না। জানিনা কখন যে একটু আলোর মুখ দেখ!! জানিনা, হে আমি আজও জানি না ,, কিভাবে আমি আমার সফলতার সিঁড়ি গুলো পার হবো? শুধু এটুকুই জানি ভবিষ্যৎ আমার জন্য কঠোর চারদিক। আমার জন্য অসহায় তবুও আমি অদম্য ইচ্ছা শক্তি নিয়েই আজকের এই পথ চলা। শুধু একটু আলোর মুখ দেখবো বলে। সেই আলোতে আলোকিত হবে আমার মা-বা।। গর্ববোধ করবে তারা। বুক ফুলিয়ে বলতে পারবে আমার বাবা আমার ছেলে তো একজন সৎ ও সফল মানুষ। জানিনা খোদা কখন তা কবুল করে? তবুও অদম্য ইচ্ছা নিয়ে আজকের পথ চলা। আশা করি আমার এই পোস্টের মাধ্যমে অনেক অনেক কিছু বুুঝতে পারবেন। যদি খারাপ হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি একটু আরও যদি একটু আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে একটু উৎসাহ দিবেন প্লিজ। আমি চেষ্টা করব। আমার মত আরো কয়েকজন মানুষের বাস্তব জীবনী। আপনাদের মাঝে তুলে ধরা। আমার জন্য আপনারা দোয়া করবেন। যেন আমি আমার সকল চেষ্টা ও ইচ্ছা শক্তি দ্বারা। যেন সফল হতে পারি এবং সে সফলতা কে কাজে লাগিয়ে। আমার মত মানুষদের কে সফল করতে পারি। এই বলে সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রইল। আজকের আর্টিকেলের এখানেই সমাপ্তি সূচনা করে শেষ করছি আল্লাহ হাফেজ।