আসসালামুয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ্য আছেন। আপনাদের সবার শরীর এবং মন নিয়ে আমরা আজকের নতুন পোষ্ট লেখা শুরু করছি। বন্ধুরা আপনারা তো প্রায় প্রত্যকে জানেন যে চীন দেশে নতুন ভাইরাস এসেছে। আর এই ভাইরাসের নাম করোণা ভাইরাস বা কভিড-১৯ ।এই ভাইরাসের সংক্রামক এর কারণে মহামারীতে রুপ নিয়েছে।আমাদের বাংলাদেশেও বর্তমানে এই ভাইরাস টি খুব ভয়াবহ রুপ ধারণ করেছে।
এই করোণা ভাইরাস এর জন্য অনেক মানুষের অকাল মৃত্যু হচ্ছে । আর বর্তমানে এই ভাইরাসের কোন প্রতিষেধক বের হয় নি আর যার কারণে ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এর জন্য মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। আর এই কারণে চীন দেশের বাইরেও করোণা ভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই এই ভাইরাসের থেকে বাচতে হলে আমাদের সচেতন হতে হবে তাহলেই আমরা এই ভাইরাস থেকে একদিন মুক্ত হতে পারবো।
আর আজকে আমি আপনাদের কিছু সচেতন মুলক কিছু শেয়ার করবো যা থেকে আপনারা সবাই সচেতন হতে পারবেন। তো আর বেশি দেরি না করে আজকের পোষ্ট এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিই কারোনা ভাইরাস থেকে আপনারা কিভাবে নিজেদের সুরক্ষা রাখবেন।
বন্ধুরা করোণা একটি মারাত্মক ক্ষতিকারক ভাইরাস যা একবার কারব শরীরে সংক্রমণ করলে মৃতের মুখে চলে যেতে হবে। তাই আমাদের সচেতন থাকতে সবাইকে। আর আপনাদের সবাইকে সচেতন করার জন্য এই পোষ্ট টি লিখছি।
করোণা ভাইরাস থেকে্ মুক্তি পেতে হলে আপনাকে কি কি অবশ্যই করতে হবে?
* আপনি যখন ঘর থেকে বাইরে বের হবেন তখন অবশ্যই মুখে মাস্ক পরে তারপর বের হবেন। যাতে আপনার কোনা সমস্যা না হয়।
* আপনি সব সময় চেষ্টা করবেন গণপরিবহন থেকে অথবা অতিরিক্ত ভীড় থেকে এড়িয়ে চলতে।
* আপনি প্রচুর পরিমানে ফলের রস অথবা পানি পান করুন। যাতে ভাইরাস আপনাকে আক্রমণ কর্তে না পারে।
* আপনি যখন বাইরের থেকে আপনার ঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিবেন।
* কিছু রান্না করার আগে তা ভালোভাবে ধুয়ে রান্না করবেন। এতে তরকারি তে থাকা জীবানু পরিষ্কার হয়ে যাবে।
*মাংস কিংবা ডিম রান্না করার আগে তা অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিবেন।
* ময়লা কাপড় -চোপড় তাড়াতাড়ি পরিস্কার করে ফেলুন।
* নিয়মিত আপনার ঘর এবং কাজের স্থান পরিস্কার করে রাখবেন।
* কোন জায়গায় ধুলাবালি জমতে দিবেন না এতে অনেক জীবানু সৃষ্টি হয়।
* আপনি যদি নিজেকে সরক্ষিত থাকতে চান তাহলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন।
* অ-প্রয়োজনে ঘরের দরজা-জানালা খোলা রাখবেন না।
এই ছিল করোণা ভাইরাস থেকে বাচার কিছু সচেতন মুলক পদক্ষেপ। আশা করবো এই পোষ্টটি পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথত এই সচেতন মুলক পোষ্টটি শেয়ার করতে পারেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ভালো এবং সুস্থ্য থাকবেন।