খুবি সুন্দর একটা বোন ছিলো সেই বনের নাম ছিলো রাজ পুর । সেখানে অনেক পশু পাখি বাস করতো যেমন হাতি,হরিন শিয়াল, খরগোশ, সিংহ, পাখি,ভাল্লুক,বানর ইত্যাদি।আর এই জঙ্গলের রাজা ছিলো সিংহ তার নাম ছিল রাজু সে ছিল খুবি দয়া ময় এবং এই জঙ্গলে যেসব প্রাণী বস বাস করে তাঁরাও খুবি সুখ সান্তিতে থাকে। শুধু এই জঙ্গলে নয় । যেসব জঙ্গলে এমন রাজা থাকবে সে সব জঙ্গলে প্রজারা তো সুখে শান্তিতে থাকবেই। কিন্তু তার পাশের জঙ্গলে সয়তান দুটি নেকরে একটি বাঘ ও একটি ভাল্লুক বাস করতো।যখোনি রাজ পুরের জঙ্গলের রাজা যখোনি বেরিয়ে অন্য কোথাও যায় তখোনি বাঘ ভাল্লুক নেকরে এরা হামলা করে হরিন খরগোশ আরো অন্যান্য প্রাণী কে খাওয়ার জন্য কিন্তু রাজ পুরের সবাই মিলে মিশে থাকে তাই বাঘ ভাল্লুকেরা তাদের কে খেতে পারে না।কিন্তু এক দিন দুই টি নেকরে রাজ পুরের জঙ্গলে ঢুকে গেলো এবং আরি পেতে শুনতে পেলো।রাজ পুরের রাজা। রাজু দশ দিনের জন্য দেশের বাড়িতে তার গিন্নি কে দেখতে যাবে।নেকরে দুটো এই কথা শুনে দৌড়ে চলে গেল বাঘ ও ভাল্লুকের কাছে। গিয়ে বল্ল পাশের জঙ্গলের রাজা দেশের বাড়িতে বেড়াতে গেছে দশ দিনের জন্য এই কথা শুনে ভাল্লুক বল্ল এ তো খুবি ভালো খবর কিন্তু বাঘ বল্ল রাজু চলে গেছে তো কি হয়েছে তোমাদের মনে নেই এর আগে আমারা কতো বার অদের উপর হামলা করেছি। কিন্তু অরা আমাদের মারে পিটে ভাগিয়ে দিয়েছে ।অদের মধ্যে একটি জিনিস সহজ ভাবে বোঝা যায় সেটা হলো অদের বন্ধুত্ব।অদের বন্ধুত্ব কে ভাংতে পারলে আমার পেট ভরে মাংস খেতে পারবোএই কথা শুনে নেকরে বাঘ কে বল্ল অদের বন্ধুত্ব ভাঙ্গার জন্য কি করতে হবে তখন বাঘ নেকরেকে বল্ল এই কাজ টি যদি এতোই সহজ হতো তাহলে অই হরিন কে আর খরগশ কে কবেই খেয়ে নিতাম এর জন্য বুদ্ধির দরকার হয়। এই বুদ্ধি তোমাদের কারো মাথায় নেই। তার পর সবাই মিলে পরামর্শ করলো তাদের বন্ধুত্ব কি ভাবে ভাংচুর করবে। সবাই রাজ পুরের জঙ্গলে লুকিয়ে ঢুকে এক জায়গার জিনিস আরেক জায়গায় রেখে তাদের মধ্যে শুধু মারা মারি সৃষ্টি করতে চায়।মানে হলো একটি হাতি কলা বাগানে কলা খেতে গেলো গিয়ে একটি কলার কান পারলো। পুরো কান টিকে খেতে পারলো না হাতি এই জন্য অর্ধেক লুকিয়ে রেখে গেলো।অই কলার কানটি আবার বাঘে বানরের কাছে রেখে গেছে ।এই ঘটনা একটা পাখি দেখতে পেলো এবং হাতিকে গিয়ে বল্ল এই কথা সবাই কে বলে দিলো এবং বাঘ ও বাঘের দল বল ধরা পরলো
বই পড়েই শেখা যাবে হতাশা থেকে মুক্তি পাওয়ার কৌশল!
বই পড়েই শেখা যাবে হতাশা থেকে মুক্তি পাওয়ার কৌশল! হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে...