আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আমাদের অনেক এর সপ্ন আছে ইউটিউব এ নিজের একটি চ্যানেল প্রতিষ্ঠা করা। কিন্তু সামর্থ্য হয় না। এর অনেক গুলো কারন আছে। যেমন আমাদের অনেক এর ভিডিও তৈরি করার মতো যোগ্যতা নেই। কারও ভয়েস ভালো না। কারও ভালো সরঞ্জাম নেই। এসব কিছু না থাকা সত্যেও কি ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব। আমি বলব অভস্যই সম্ভব। তাহলে চলুন জেনে নেই কিভাবে সেটা করব..??
এর অনেক গুলো মাধ্যমে আছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব।আজকে যেটা বলব এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। আপনি কি কখনো গেমিং ভিডিও দেখেছেন। হুম একটা পপুলার গেমিং ভিডিও চ্যানেল প্রতি মাসে ৭/৮ লক্ষ টাকা পযন্ত ইনকাম করে। হুম আপনি ও পারবেন এটা নির্ভর করে আপনার মেহনত এবং সাধনার উপর।
অনেক এ বলবেন এতে কপিরাইট হবে। যদি তাই হতএত এত গেমিং চ্যানেল গুলো দাড়াতে পারত না। আর আপনি যাদের ভিডিও নিবেন তাদের ক্রেডিট দিয়ে দিবেন। তার ভিডিও এর লিংক ডেসক্রিপশন বক্স এ দিয়ে দিবেন। এবং সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। আপনি চাইলে যারা গেমিং ভিডিও করে তাদের ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন।
আপনি কখনো সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন না। আপনি ভিডিও ডাউনলোড করার জন্য twice নামে একটা সফটওয়্যার পাবেন।আপনি সেখানে থেকে লিংক নিবেন এবং untwice লিখে সার্চ করবেন সেখানে থেকে ডাউনলোড করে আপলোড করবেন। সবসময় ৪/৫ টা ছোট ভিডিও একসাথে যুক্ত করে আপলোড করবেন।কপিরাইট থেকে বাঁচার জন্য নিজের মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন।
তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। পোস্ট টি কেমন হলো অবস্যই কমেন্ট এ জানাবেন। মন চাইলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ