আশা করি সবাই ভালো আছেন।আলিবাবার প্রতিষ্ঠিতা জ্যাক মাকে তো আমরা প্রায়ই সবাই চিনি।তিনি একবার ধনী হওয়ার টিপ্স দিতে গিয়ে বলেন, ধনী হওয়ার জন্যে অবশ্যই আপনাকে দলবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।তিনি যখন প্রথম আলিবাবা শুরু করেন তখন ১৮ জন মেম্বার নিয়ে শুরু করেন।এবং এখন তিনি চিনের সবচেয়ে ধনী বেক্তি।তাই আমাদের দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।কারন একজন কাজ করলে যেই কাজটা হবে ১০ জন কাজ করলে তার ১০ গুন বেশি ভালো হবে।এখন আমরা বুঝলাম যে দলবদ্ধভাবে কাজ করলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।এখন দলবদ্ধ কাজ কিভাবে করবো।কেন মানুষ আপনার সাথে কাজ করবে?তাই দলবদ্ধভাবে কাজ করার উপায় নিয়ে আমি আপনাদের জ্যাক-মার কথা অনুযায়ী ৪ টা টিপ্স দিবোঃ
১.অন্যর মতামতের গুরুত্ব দিন।আপনি যদি অন্যর মতামতের গুরুত্ব দিন।তাহলে সে নিসন্দেহে আরও নতুন নতুন জিনিস আপনাকে বলবে যেইগুলার কারনে আপনি আপনার কাজকে আরও ভালো ভাবে করতে পারবেন।আর আপনি যদি তার কথাকে মুল্য না দেন তাহলে সে আপনার সাথে কাজ করে মজা পাবে না।এবং এক্টা পর্যায়ে আর কাজ করবে না আপনার সাথে।
২.তাকে ভালোভাবে কাজটা বুঝিয়ে দিন।তাকে যদি তার কাজটি ভালভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে কাজটুকু ভালোভাবে করতে পারবে।আর আপনি যদি ভালোভাবে না বুঝিয়ে দিয়ে বলেন করেন সবকাজ,আপনার যেটা মন চাই সেটা করেন।এইগুলা আপনার কাজটা কখনো উন্নত করতে পারবে না।
৩.তার সাথে বন্ধু সুলভ আচারন করুন।তাকে জিজ্ঞেস করুন এটা এভাবে করলে কেমন হয় ঐভাবে করলে কেমন হয়।দেখবেন আপনার কাজকে সে অনেক ভালোবাসবে।
৪.তাকে কখনোই খারাপ আচারন করবেন না।আপনি যখন তার সাথে খারাপ আচারন করবেন তখন সে ভয় পেয়ে আপনার সাথে কাজ করবে।আর ভয় পেয়ে গেলে সে কখনোই ভালোভাবে কাজ সম্পূন করতে পারবে না।এতে আপনার অনেক ক্ষতি হবে।
এই ৪ টি টিপ্স হলো দলবদ্ধভাবে কাজ করার জন্য মেজিক টিপ্স।এইগুলোও অবশ্যই মানবেন দলের সাথে কাজ করার জন্য।না হলে দলবদ্ধভাবে কাজ করে কখোনই লাভবান হতে পারবেন না।