প্রথমেই বলে নিতে চাই এই পোস্ট পুরোটা পড়ুন। আর আগেই বলে রাখি ব্ল্যাং আইডির কোন গ্যারান্টি নেই।ফেসবুক চাইলেই এটি ডিলেট করে দিতে করে পারে।তাই আগেই সতর্ক বার্তা দিয়ে রাখলাম।পোস্টের শেষে একটা বোনাস ট্রিক পাবেন সেটিও ফেসবুক ট্রিকস।তবে সেটা কী তা নিচে গিয়ে নিজেই দেখে দেবেন আমি আর বললাম না।
অনেকেই আমরা ফেসবুকে নাম ছাড়া আইডি চাই। আবার অনেকে এটি চিন্তা ও করতে পারি না। যারা এতদিন চিন্তা করতে পারি না তারা হয়ত এই আর্টিকেলটা দেখে একটু কৌতূহলী হচ্ছি যে ব্ল্যাং আইডি নেম?কীভাবে সম্ভব?
ব্ল্যাং আইডি নেম খুব সহজেই সম্ভব এর জন্য কিছু কোড লাগে তবে। কোড গুলো সবসময় কাজ করে না।অর্থাৎ এগুলোকে সাময়িক বলা চলে।আজকেও আমি একটা কোড দিব যেটার মাধ্যমে আপনি সহজেই ব্ল্যাং আইডি খুলতে পারবেন।সাধারণ নিয়মে যেখানে গিয়ে নাম চেঞ্জ করা হয় সেই সেটিংসে ঢুকুন তাও এখন আমি ফুল প্রসেসটা বলতে যাচ্ছি
১)প্রথমে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করুন।তবে রিয়েল অ্যাকাউন্ট না নেয়াই উত্তম এটাই আমার Recomend.অর্থাৎ যে আইডি শুধু পড়ে আছে সেই আইডিটি নিন ।
২)তারপর সেটিংস এ যান।
৩)সেটিংস এ গিয়ে Personal Information এ ক্লিক করুন আর সেখাই নাম পরিবর্তনের অপশন খঁজে পাবেন।
৪)নাম পরিবর্তরের অপশনে তিনটা বাক্স দেখবেন।আমাদের কাজ শুধু প্রথম ও শেষ বক্স টাতে মাঝেরটা ফাঁকা থাকবে।এবার ১ম ও শেষ বক্সে একটি ব্ল্যাং কোড দিব এটি কপি করে খালি পেস্ট করে দিন
ব্ল্যাং কোডঃ ՙՙ ՙՙ
অর্থাৎ কমার মত দেখতে এইগুলো কপি করে পেস্ট করে ১ম ও ২য় বক্সে বসিয়ে দিন।তারপর রিভিউ চেন্জ এ ক্লিক করুন।
৫) রিভিউ চেন্জে যে দুইটা নাম শো করবে তার মধ্যে প্রথমটা সিলেক্ট করে Save করে দিন।তারপর প্রোফাইলে যেয়ে দেখবেন আপনার আইডিতে কোন নাম দেখাচ্ছে না।
অদ্ভুদ না ব্যাপারটা?তবে এটা সবার ক্ষেত্রে কাজ করবে কিনা জানি না তবে আমি সফল হয়েছি।আর এটা শুধুই সাময়িক একটা শো-অফ, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তবে আবারও সতর্কবার্তা দিচ্ছি।আপনার আইডি থাকতেও পারে আবার ডিলিট ও করে দিতে পারে তাই সাবধান থাকুন। অন্তত রিয়েল আইডি এই ক্ষেত্রে না ব্যবহার করাই বেটার।
এবার আসি বোনাস ট্রিকসে অনেকেই ফেসবুকের আইডিতে দেখবেন নামের জায়গায় না থেকে সেখানে থাকছে পুতুল,বন্দুক বা কিছু আঁকিবুঁকি। এগুলো কিভাবে করবেন?এগুলোও সহজ, যেভাবে নাম পরিবর্তন করা হয় সেভাবেই করতে হয়। অর্থাৎ ঐ আগের মতো নাম পরিবর্তনের অপশনের যান।তারপর মাঝের বক্স ফাঁকা রাখুন।আর আমি কিছু চিহ্ন দিব সেগুলো কপি করে ১ম ও শেষ বক্সে পেস্ট করবেন।তবে এখানে আমি যেই চিহ্ন গুলো দিবো তার প্রথম চিহ্নটি প্রথম বক্সে আর শেষের টি শেষের বক্সে পেস্ট করে দিবেন। উদাহরণ এটা পুতুল (ကို) (နီ) আইডির কোড তাই প্রথম বক্সে ကို এই চিহ্নটা আর শেষের বক্সে এই চিহ্নটা နီ বসিয়ে দেবেন।অবশ্যই ব্রাকেট সরিয়ে নেবেন
কিছু চিহ্ন হলো হলোঃ
পুতুল (ကို) (နီ)
রিং(ტტტ) (ტტტ)
ফুল (ꙮꙮ) (ꙮꙮ)
মানুষ ရိုရို
এভাবে করলে আইডি গুলো এরকম অন্যরকম দেখা যাবে।তবে চেষ্টা করবেন এই ধরণের ট্রিক্স নিজের শখের আইডিতে Apply না করার।কারণ ফেসবুক অনেক সময় ডিজেবল করে দেয় আবার অনেক সময় থেকেও যায়।যাইহোক আশা করি আমার এই ট্রিকস্ টি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,ধন্যবাদ সবাইকে।