আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
পৃথিবীর নিয়ম খুব বিচিত্র। একজন মানুষ এর পক্ষে বুঝা সম্ভব নয়।
➡এই পৃথিবীতে সৃস্টি কর্তার কি আজব খেলা………
একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না। আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না।
➡পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করবে কেমন আছো.?যে আগে থেকে ভালো আছে।
তা নাহলে যে খারাপ আছে তার মোবাইল নাম্বার পযন্ত হারিয়ে যায়।
➡ছোটবেলা খেলনা নিয়ে জীবন ছিল…
আর এখন জীবনটাই খেলনা।
➡যখন বিপদে পরবে তখন একটা কথা মনে রেখ..
তোমার পায়ের কাটা তোমাকেই তুলতে হবে।
যেমন টাকা মানুষের পিছনে ছুটে না মানুষ টাকার পিছনে ছুটে।
➡মিষ্টি কথা নয় লবনের মতো যে তিক্ত কথা বল সেই তোমার প্রকৃত বন্ধু।
কারন ইতিহাস সাক্ষী আছে লবনে কখনো পোকা ধরে নি।
➡ সবসময় শান্ত থাকুন নিজেকে মজবুত মনে হবে..
কারন লোহা ঠান্ডা হলেই শক্ত হয়।গরম অবস্থায় তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়।
➡ এটা নয় যে দুঃখ বেড়ে গেছে…
শুধু সহ্য ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করতে শিখে গেছে সে জীবনে বাঁচা শিখে গেছে।
➡ কান্না করে কাউকে পাওয়া যায় না..
আবার কাউকে হারিয়ে ও ভুলা যায় না।
সময় সবাই পায় জীবন কে বদলানোর জন্য।
কিন্তু জীবন পাওয়া যাবে না সময় কে বদলানোর জন্য।
সো কেউ নিজের সময় কে নষ্ট করবেন না।
➡ চিন্তা এতটা করুন জেন কাজ হয়ে যায়..
এতটাও নয় যেন জীবন শেষ হয়ে যায়।
➡সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন..
কারন দোষ বেড় করার জন্য হাজার লোক আছে।
চলতে যদি সামনের দিকে চলুন..
কারন পিছনে টানার জন্য হাজারো লোক আছে।
➡আমাদের উচিত সে উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই।
আর এটা অনেক বড় কথা তাই একটু মনোযোগ দিয়ে ভাববেন।
তো বন্ধুরা আজকে এ পযন্ত।পোস্ট টি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ সবসময় সৎ পথে থাকার চেস্টা করবেন। আল্লাহ হাফেজ