পরাজয়,,,,,
শব্দটা দুজন মানুষের কাছে দুই ধরনের অর্থ প্রকাশ করে। যে জয়লাভ করে তার কাছে পরাজয় শব্দটি খুবই আনন্দের অন্যদিকে যে পরাজিত হয়েছে কেবল মাত্র সেই জীবিত অবস্থায় অনুভব করে নরক যন্ত্রণা।তবে কি পরাজয় কে ভুলে গিয়ে জীবন সুখে কাটানোর কোন উপায় নেই? অবশ্যই আছে,,, তবে আগে জেনে নেওয়া যাক বাস্তবে পরাজয় কি?
পরাজয় শব্দটা তখন শুনতে পাওয়া যায় যখন কারও সাথে আমাদের শত্রুতা হয়,কারো সাথে সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়,কারো সাথে হাতাহাতি হয়।
পরাজয় তখন ঘটে যখন বিপক্ষ দল জয়লাভ করে,এছাড়াও একভাবে পরাজয় ঘটে সেটা ছলনার দ্বারা।
ইতিহাস ঘাটলে দেখা যাবে মানুষ যুদ্ধ করে যতটা পরাজিত হয়েছে তার অধিক পরাজিত হয়েছে উপকার করে।হ্যাঁ এটাই সত্য। এ পৃথিবীর নিয়ম অন্যায় করলে আপনাকে সবাই সম্মান করবে আর ভালো কিছু করতে চাইলে সবাই অপমান করবে। আপনার কাজে বিঘ্ন সৃষ্টি করবে।
একটা ব্যক্তি একবার ভাবল সে তার গ্রামের মানুষের দুঃখ দূর করবে। তাই সে অনেক পড়াশোনা করল,তারপর অনেক দামী একটা চাকরিতে যোগদান দিল,প্রায় দশ বছর পর সে দেখল তার যথেষ্ট টাকা হয়েছে,এখন সে এই টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে।তাই সেই আশায় সে তার গ্রামে আসল।একজন শিক্ষিত ব্যক্তি জানেন কেবলমাত্র শিক্ষা পারে একটা জাতিকে সমৃদ্ধ করতে।তাই তিনি তার গ্রামে একটি উচ্চবিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত নিলেন।
এরপর তিনি লক্ষ করলেন যে তার গ্রামের মানুষেরা চিকিৎসার জন্য অনেক দূরে যায় তাই তিনি একটি হাসপাতাল তৈরি করতে চাইলেন।
পরিকল্পনা মতো তিনি কাজ শুরু করলেন।কিন্তু তার কাজে এক প্রভাবশালী ব্যক্তি বাধা হয়ে দাঁড়ালেন। তিনি স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠার বিরোধিতা করলেন। কারণ যদি গ্রামের ছেলে-মেয়ে শিক্ষিত হয়ে যায় তবে তার কারখানার জন্য পর্যাপ্ত শ্রমিক পাবেননা।আর তাই তিনি ষড়যন্ত্র করে তাকে পুলিশে ধরিয়ে দিলেন।অতঃপর তাকে সাজা দেওয়া হলো। জেলখানায় অবস্থান রত অবস্থায় এক বৃদ্ধের সাথে পরিচয় হলো।বৃদ্ধ টি তার সাজার কারণ জানতে চাইলে তিনি বলেন দেশের ভাল চেয়েছি। তখন বৃদ্ধ লোকটি হাসতে হাসতে বলে তুমি যখন মানুষের ভালো চেয়েছ তাহলে তো অবশ্যই তোমার জেল হওয়া নিশ্চিত।
আসল কথা কি জানেন? আমরা সবাই একেকজন বীর যোদ্ধা। কিন্তু আমাদের সমাজে কিছু পশু আছে যারা সবসময় আত্ম চিন্তায় নিমগ্ন থাকে।আর কেবল স্বার্থসিদ্ধির সুযোগে থাকে।এরা নাতো মানুষের উপকার করে আর কেউ যদি উপকার করে তবে তাকে সাহায্য না করে তার ক্ষতি করে থাকে।
আর এভাবে কোন যোদ্ধা পরাজিত হয় কোন যুদ্ধ না করেই।