আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? সাধারণ অ্যাপ কিংবা সাইট যাই বলেন না কেন এগুলো থেকে আপনি ওত টাকা ইনকাম করতে পারবেন না যেগুলো দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। বাংলাদেশ এর অ্যাপ গুলো তো যে ইনকাম দেয় তা দিয়ে মেগাবাইট কিনার টাকাও হয় না। তাই এগুলো তে কাজ করে লাইফ নস্ট করার প্রশ্নই উঠে না। তাই আমাদের উচিৎ এমন কিছু কাজ করা যেগুলো থেকে সারাজীবন ইনকাম করতে পারব। এমন ই কিছু টিপস শেয়ার করব আজ..??
১. ইউটিউব থেকে ইনকাম…
এটা হয়তো একটু কঠিন কাজ। কিন্তু এটার ইনকাম টাও লম্বা সময় ধরে। আপনার যদি ভিডিও তৈরি করা সম্ভব হয়ে থাকে তাহলে আপনি এখানে থেকে ইনকাম করতে পারেন। কারন একবার মনিটালাইজেশন পেলে এটা থেকে সারাজীবন ইনকাম করার একটা সুযোগ থাকছে।
২. ব্লগিং করে ইনকাম…
ব্লগিং বলতে কন্টেন্ট লেখার কাজ। আপনি যপ পোস্ট টা পরছেন এটাই ব্লগিং কিংবা কন্টেন্ট রাইটিং। আপনি নিজে ওয়েবসাইট তৈরি করে সেখানে লেখালেখি করে এডসেন্স থেকে ভালো ইনকাম করতে পারবেন। ব্লগস্পটে আপনি ফ্রী ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
৩. অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম…
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ও আপনি স্মার্ট একটা ইনকাম করতে পারবেব। অ্যামাজন, ডারাজ,বিডি শপ, সহ অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম আছে বাংলাদেশ এ সহ বিশ্বের যেকোনো দেশে। আপনি তাদের পন্য সেল করিয়ে দিয়ে ভালো ইনকাম করতে পারবেন। আর আপনার এই ইনকাম টাও দীর্ঘ সময় ধরে করতে পারবেন।
৪. ফেসবুক থেকে ইনকাম…
ফেসবুক পেজ এ ভিডিও তৈরি করে সেখানে ও মনিটালাইজেশন নিয়ে ভালো একটা ইনকাম করতে পারবেন। এখানে নিয়ম টাও একদম ইউটিউব এর মতো।
৫. সার্ভিস সেল করে ইনকাম….
আপনি সার্ভিস সেল করে বড় বড় মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। সার্ভিস সেল বলতে আপনি তাদের হয়ে কাজ করে দিবেন বিনিময়ে পারিশ্রমিক নিবেন। কিছু কাজ হচ্ছে যেমনঃ- লগু ডিজাইনার, ফেসবুক মার্কেটিং, গুগল টপ রেংকিং,ওয়েব ডেভেলপার ইত্যাদি। এগুলো করার জন্য আগে আপনাকে কাজ শিখতে হবে।
আশা করি আপনার সবকিছু বুঝতে পারছেন। ৫-১০ টাকার কাজ না করে এগুলো তে মনোযোগ দেওয়ার চেস্টা করেন। এগুলো আপনার ভবিষ্যৎ এর জন্য কাজে লাগবে। ধন্যবাদ সবাই কে পোস্ট টি পরার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ