আজ আমি আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনে ছবি বা ফটো গান না রেখে সেগুলো লুকিয়ে রাখার জন্য আপনার জিমেইল আইডি কিভাবে ব্যবহার করতে পারেন।
সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে photos এই অ্যাপটি ডাউনলোড করে নিবেন যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে।
আর যদি থাকে তাহলে এইটা আপডেট করে নিতে পারেন।
আপনি যেই জিমেইল অ্যাকাউন্টে আপনার ছবি ফটো রাখতে চাচ্ছেন সেটা লগইন করুন।
লগইন করার পর আপনি সেটিংসে চলে যাবেন
এবং পরবর্তীতে আপনি যেই যেই ফাইলগুলো থেকে ছবি ফটো hide করতে চান সেই ফাইলগুলোকে এলাও করে দিন।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি এখানে ফ্রী15 জিবি পেয়ে যাবেন।
এবং যদি আপনার 15gb আপলোড হয়ে যাওয়ার পর আপনি চাইলে আরো জিবি গুগলের কাছ থেকে কি নিয়ে এখানে ছবি ফটো লুকিয়ে রাখতে পারেন এবং সেটা 100% সিকিউরিটি মধ্যে থাকবে।
তারপর আপনি ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে আসবে, এবং সেখানে আপনি দেখতে পারবেন আপনার যতগুলো ছবি ফটো আছে সেইগুলো আপলোড হতে শুরু করেছে।
এবং আপনি একটু নিচে তাকালে দেখতে পারবেন অ্যালবাম লেখা আছে সেখান থেকে আপনি আপনার ছবিগুলো বা ভিডিওগুলো বিভিন্ন ফাইল এর মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারবেন।
যাতে কোনো ইম্পরট্যান্ট সময় আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। তাই আপনার এই সেটিংস টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় ।
সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আপনি যদি এখান থেকে কোনো ছবি বা ভিডিওডিলিট করে দিয়ে থাকেন পরবর্তীতে যদি আপনার ওই ছবি বা ভিডিও টা খুব ইম্পর্টেন্ট হয়ে বসে তাহলে আপনি এটা রিকভারি করতে পারবেন।
সেটার জন্য আপনাকে সরাসরি বলে দিতে হবে তিনটা বিশিষ্ট একটি আইকন দেখতে পারবেন ওপরে ঐটার উপর প্রেস করবেন।
তারপর নিচে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন একটি অপশন. bin
এখানে ক্লিক করার পর আপনি যতগুলো ছবি বা ভিডিও ডিলিট করে দিয়েছেন সবগুলো এখানে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আবার রিকভার করে নিতে পারবেন খুব সহজে।