আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করি আপনারা সকলে ভালো আছেন।সকলেই এই মহামারী পরিস্থিতিতে ভালো থাকেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনাই করি। বর্তমানে এই মহামারী পরিস্থিতির সকলে লকডাউনে রয়েছেন। বাসায় বসে অনলাইনে ক্লাস করার জন্য, ইন্টারনেট ব্রাউজিং করার জন্য কিংবা আউটসোর্সিং করার জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
অনেকের বাসায় ওয়াইফাই থাকলেও বেশির ভাগ মোবাইল গ্রাহক ডাটা কানেকশন এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে। বাংলাদেশে পাঁচ ধরণের মোবাইল অপারেটর রয়েছে।যেমনঃ
১.গ্রামীনফোন
২.রবি
৩.এয়ারটেল
৪.বাংলালিংক
৫.টেলিটক
অনেক ক্ষেত্রে আমরা মোবাইল ফোনে একের অধিক সীম কার্ড ব্যবহার করে থাকি। যার ফলে মেগাবাইটেও একেক সীমার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোডের প্রয়োজন পড়ে থাকে।কিন্তু অনেক সময় আমরা মোবাইল ফোনে ব্যালেন্স রিচার্জ করলেও সেই ব্যালেন্স অটো রিনিউল কেটে নেওয়া হয়।এই নিয়ে আমাদের অনেক সময় বিরাট ঝামেলায় পড়তে হয়।
তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমার আজকের পোস্টটির মাধ্যমে আমি তুলে ধরব কিভাবে আপনি বিভিন্ন সীমের মেগাবাইট চেক করতে পারবেন।
১.গ্রামীণফোনঃ
বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক হিসেবে পরিচিত গ্রামীণফোন। শহর কিংবা গ্রামে, পাহাড় কিংবা পর্বতে জিপির নেটওয়ার্ক বিস্তৃত। নেটওয়ার্ক সব জায়গায় বিদ্যমান থাকায় এর গ্রাহক সংখ্যা বেশি।
জিপির এমবি চেক এর কোডঃ
*১২১*১*৪#
এই কোডটি ডায়াল করার পর আপনার কাছে একটি ফিরতি ম্যাসেজ আসবে।যেখানে আপনার কতটুকু মেগাবাইট আছে জানিয়ে দেওয়া হবে।
২.রবিঃ
প্রায় ৩.৫ জি এর নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক রয়েছে রবিতে। রবির নানান ধরনের সুবিধায় গ্রাহকরা দিন দিন আকৃষ্ট হচ্ছে রবিতে।
রবিতে মেগাবাইট চেক করার কোডঃ
*৮৪৪৪*৮৮#
এই কোডটি ডায়াল করে ফিরতি ম্যাসেজে আপনার মেগাবাইট এর পরিমাণ জানিয়ে দেওয়া হবে।
৩.এয়ারটেলঃ
গ্রাহক সংখ্যার দিক থেকে এয়ারটেল দিন দিন এগিয়ে যাচ্ছে।
এয়ারটেল এমবি চেক করার নিয়মঃ
*৩#
এই কোডটি ডায়াল করলে আপনি আপনার ফোনে মেগাবাইট এর পরিমাণ জেনে নিবেন।
৪.বাংলালিংকঃ
বাংলালিংক এর নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং এর দ্রুত গতির ইন্টারনেট মানুষকে এই সীম ব্যবহারে আকৃষ্ট করছে সবচেয়ে বেশি পরিমাণে।
বাংলালিংকয়ে এমবি চেক করার কোডঃ
*৫০০০*৫০০#
এই কোডে ডায়াল করে আপনি জেনে নিতে পারবেন আপনার এমবির পরিমান।
৫.টেলিটকঃ
এমবি চেক করার কোডঃ
*১৫২#
এই কোডে ডায়াল করলে ফিরতি ম্যাসেজে আপনার মেগাবাইটের পরিমান জানিয়ে দেওয়া হবে।
আশা করি আজকের পোস্টটির মাধ্যমে আপনারা সকল সিমের মেগাবাইট কোড জানতে পেরেছেন।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন