হ্যালো বন্ধুরা
This is raj miraj
আমি আপনাদের সামনে আর যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি,
চিঠির মাধ্যমে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক একাউন্ট ভেরিফাই করে নিতে পারেন,
এবং শত্রুদের হাত থেকে আপনার ফেসবুক একাউন্টকে হান্ডেট পার্সেন্ট সুরক্ষিত রাখার জন্য আমার এই আজকের আর্টিকেল।
আমি আপনাকে আজকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব যে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় এবং নামের পাশে ব্লু কালার গোলসি নটি কিভাবে আনতে হয়।
এর জন্য আপনাকে সর্ব প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে হবে।
থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস এ চলে যেতে হবে,
এরপরে personal settings
এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন,
Identify confirmation এরকম একটি অপশন দেখতে পাবেন।
সেখানে প্রেস করবেন
কিছু অপশন আসবে সেখানে আপনাকে আপনার NID card, passport, driving licence ইত্যাদি ব্যবহার করে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবে।
তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনার একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার এবং ফ্রেন্ড থাকতে হবে।
এবং আরো একটি বিষয় খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে,আপনার অ্যাকাউন্টের যেই নামটি আছে সেটি আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে।
এবং account এর date of birth এর সাথে এনআইডি কার্ডের ডেট অফ বার্থ এর পরিপূর্ণ মিল থাকতে হবে।
এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেই প্রোফাইল পিক আছে,
তদ্রুপ ছবিটা আপনার এনআইডি কার্ডের সাথে থাকতে হবে।
উপরের উল্লেখিত নীতিগুলো অনুসরণ করে ভেরিফাই করতে ইচ্ছুক হলে।
100% গ্যারান্টি সহকারে বলা যায় আপনার একাউন্ট verifyহবে।
যদি উপরের উল্লেখিত বিষয়গুলোমেনে অ্যাকাউন্ট ভেরিফাই করার চিন্তা করে থাকেন তাহলে হান্ডেট পার্সেন্ট আপনার ফেসবুক একাউন্ট ভেরিফাই হবে।
আশাকরি সম্পূর্ণ আর্টিকেলটি আপনার উপকারে আসবে। নিয়ম মেনে ভেরিফাই করার প্রস্তুতি নিলে 100% সফল হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত এবং ভেরিফাই করতে পারবেন।
ধন্যবাদ