প্রিয় বন্ধুরা আজ আবার হাজির হলাম মজার একটা টপিক নিয়ে। আমরা যারা অনলাইনে টুকটাক কাজ করি তাদের জন্য কিছু কিছু কমন বিষয় জানতে হয়, আর তা যদি না জানি তাহলে অনেক খেসারত দিতে হয় অথবা অনেক টাকা ইনভেস্ট করেও তেমন সুফল পাওয়া যায় না শুধু মাত্র না জানার কারনে বা বিষয়টি আগে জানা না হওয়ার কারনে। টিক সেরকম একটা বিষয় আপনারা যদি এই উপকারি সফটওয়্যার বা এপ্সটি সম্পর্কে না জানতে পারলে আপনার অনেক কিছুই মিস হবে। এটি হল সব অনলাইন ব্যবহার কারীর জন্য অতি উপকারি ক্যানভা সফটওয়্যারটি। আমাদের কাজ করার সময় সব সময় ডিজাইন করার প্রয়োজন হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই। যারা ইউটিউবার তাদের চ্যানেলের জন্য লোগো, চ্যানেল আর্ট, ভিডিও র থ্যাম্বনেল এবং আরো অনেক কিছুর প্রয়োজন হয় । এগুলোর জন্য যদি কিনতে যাই তাহলে অনেক ডলার বা টাকা খরচের ব্যাপার স্যাপার। তখন এমন হবে প্রতিটি ডিজাইন কাজের জন্য টাকা খরচ করার প্রয়োজন পড়বে। কিন্তু আপনার যদি এ বিষয়টি জানা থাকে তাহলে অনেক অসুবিধা দূর হবে। বলতে চাচ্ছিলাম ক্যানভা নামক উপকারি এপ্সটি বিষয়ে। ক্যানভা সম্পর্কে যার জানা নেই সে অনেক কিছু থেকে বঞ্চিত। ক্যানভা সফটওয়্যারের এত যে গুন তা কয়েক কথাতে লিখে শেষ করা যাবে না। আমি একটু আগে ইউটিউবের উদাহরণ দিয়েছিলাম। শুধু ইউটিউব না এই ক্যানভা সফটওয়্যার দিয়ে যে কোন ধরনের ডিজাইন অতি সহজে করা সম্ভব কোন ধরনের ডিজাইনের নলেজ ছাড়া। এটা দিয়ে সব সোসিয়াল মিডিয়ার ডিজাইন করা সম্ভব-সেটা ফেসবুক বলেন, ইন্সটাগ্রাম বলেন কিংবা অন্যকোন সোসিয়াল মিডিয়ার প্লাট ফরম বলেন, সব ডিজাইন ই করা সম্ভব এই একটি মাত্র ক্যানভা দিয়ে। তবে এই সফটওয়্যার দিয়ে কাজ করার জন্য ছোট্ট একটা কাজ করতে হয়। অন্য যেকোন সাইটে যেরকম আগে সাইনআপ করতে হয়, এখানেও আগে সাইন আপ করতে হবে। তারপর সারা জীবন এই সফটওয়্যার দিয়ে ইচ্ছামত কাজ করা যাবে। এই সফটওয়্যারের একটা সুবিধা হল এটাতে কোন কিছুই সেভ করতে হয় না। অটো সেভ হয়ে যায় এবং এটার জন্য আলাদা কোন স্পেস এর ও প্রয়োজন হয় না। এটাতেই সব রিজার্ভ হয়ে থাকে । শুধু মাত্র যখন দরকার হয় তখন লগইন করেই প্রয়োজনীয় কাজ করা এবং নিজের তৈরিকৃত ডিজাইন ব্যবহার করা। ব্যস এটুকুই কাজ। বুঝতেই পারছেন এমন উপকারি সফটওয়্যারের কথা। অবশ্যই ব্যবহার করে দেখবেন। আর এখানে সাইনআপ করার জন্য গুগলে canva.com লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স আজকের টপিকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।
Related Posts
🎉 Get ৳10000 Bonus! NEC Corporation, formally known as Nippon Denki Kabushiki Gaisha, has been an integral part of Japan’s…
🎉 Get ৳10000 Bonus! কম্পিউটার! বর্তমান যুগে এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। টেবিলের ওপর টিভির মত দেখতে একটি যন্ত্র…
🎉 Get ৳10000 Bonus! আমাদের অনেকের মনে প্রশ্ন: ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজি বলতে কি বুঝায়. ন্যানো টেকনোলজি কিভাবে আমাদের…
🎉 Get ৳10000 Bonus! টিনএজে বলতে কাদের বোঝায় তা আর নতুন করে বলার দরকার নেই। মনস্তত্ত্ববিদরা তাদেরকে আলাদা প্রজাতি হিসেবেই…
🎉 Get ৳10000 Bonus! প্রোগ্রামিং হল নির্দেশনা তৈরি করার প্রক্রিয়া যা একটি কম্পিউটার বুঝতে এবং কাজ করতে পারে। আজকের বিশ্বে,…
14 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Very interesting app.
Thanks for view.
Thik onk amazing logo o kora jay
এই সাইটা খারাপ না কিন্তু
এগুলোর চেয়ে আরো ভাল ভাল অ্যাপ আছে। যেগুলোর কাজ অনেক সহজ।
🙂
Good info
gd
তথ্য বহূল
Ok
Hmmm
nice post
অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে ইনকাম এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz/
আরো চাইলে দেখতে পারেনঃ-
https://www.hilplife.xyz/2022/02/How-to-make-mane-in-blogger-in-2022.html
https://www.hilplife.xyz/2022/02/2022-youtube-how-to-make-money-on.html
https://www.hilplife.xyz/2022/02/how-to-make-many-logo.html
https://www.hilplife.xyz/2022/02/best-money-making-apps-2022-in.html
অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে ইনকাম এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz/
❤️