আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের দেশে ফেইসবুক খুবই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। আমরা সবাই কম বেশি প্রতিদিন এই ফেইসবুক নিয়ে ঘাটাঘাটি করে থাকি। আমাদের অবসর সময়ের প্রায় বেশির ভাগ সময় আমরা এই ফেইসবুকে কাটাই। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি সাইটের কথা নিয়ে লিখব যেটি প্রায় ফেইসবুকের মতো।
এই সাইটে কাজ করতে হলে আপনার একটি ইমেইল একাউন্ট এর প্রয়োজন। সাইটটির লিংক হলো-
https://www.vevioz.com/register?ref=Rehana
এই সাইটে যেভাবে রেজিষ্ট্রেশন করতে হবে –
রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে লিংকটিতে কিল্ক করুন। কিল্ক করার পর একটি পেইজ আসবে সেখানে রেজিষ্ট্রার নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে কিল্ক করবেন। তারপর একটি ইউজার নেইম দিবেন। তারপর আপনার ইমেইল একাউন্টটি দিবেন। একটি পাসওয়ার্ড দিবেন। আবার আগের পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। তারপর আপনার জেন্ডার দিবেন। এরপর আই এম নট এ রোবট এ কিল্ক করবেন। কিল্ক করার পর একটি রিকেপচা আসবে সেটি পূরণ করবেন। এই সাইটের টার্মস এন্ড কন্ডিশন গুলো এগরি করবেন। তারপর লেট্স গহ তে কিল্ক করবেন। কিল্ক করার পর একটি পেইজ আসবে। পেইজটি দেখতে সেইম ফেইসবুক এ লগইন করার পর যেরকম পেইজ আসে ঠিক সেরকম দেখতে। আপনি যদি আপনার প্রফাইল এ যান তাহলে দেখতে পাবেন পয়েন্ট নামে একটি অপশন আসবেন। এখানে আপনি সর্বমোট কতো পয়েন্ট আর্ন করেছেন তা দেখতে পাবেন। আপনি যদি যে কোনো পোস্টে একটি লাইক দেন তাহলে এক পয়েন্ট পাবেন। কোনো পোস্টে কমেন্ট করলে পাবেন এক পয়েন্ট। আপনি নিজে কোনো পোস্ট করলে পাবেন আরও এক পয়েন্ট। আপনার নিজের পোস্টে লাইক করলে পাবেন আরও এক পয়েন্ট। আপনি যদি কোনো ব্লগ তৈরি করেন তাহলে পাবেন আরও ২ পয়েন্ট। এইভাবে যত বেশি লাইক, কমেন্ট, পোস্ট করবেন তত বেশি পয়েন্ট পাবেন। এখানে আপনি ১০০০ পয়েন্ট এর জন্য পাবেন ১ ডলার। আপনি প্রতিদিন ১ ডলার ও তার চেয়ে বেশি টাকা আর্ন করতে পারবেন এই সাইট থেকে। তাছাড়া এখানে আপনি রেফার করে ও আর্ন করতে পারবেন। প্রতি রেফারের জন্য আপনি পাবেন ০.১০ ডলার। এছাড়া ও ফেইসবুকের মতো এখানে আপনি আপনার বন্ধু ও বিভিন্ন দেশের মানুষের সাথে চ্যাট করতে ও পারেন। ফ্রেনড রিকুয়েষ্ট ও পাঠাতে পারবেন। গ্রুপ তৈরি করতে পারবেন। আপনি এই পেইজের মডারেটস এর সাথে ও কথা বলতে পারবেন। কোনো জিনিস আপনার বুজতে সমস্যা হলে তাকে জিজ্ঞেস করতে পারবেন। তার প্রফাইল নেইম হলো নাদিয়া। আপনার একাউন্ট খোলার সাথে সে আপনার ফ্রেনড হয়ে যাবে। আপনার একাউন্ট ব্যালেন্স জানতে চাইলে পয়েন্ট এ কিল্ক করে কারেন্ট ব্যালেন্স এ গিয়ে দেখতে পাবেন। আর আপনার রেফার লিংক পেতে হলে মাই এফিল্যাইটস এ কিল্ক করলে পেয়ে যাবেন। এবং নিচে আপনার সব রেফারালন্স এর লিস্ট ও দেখতে পাবেন।
পেমেন্ট কীভাবে নিবেন –
এখানে পেমেন্ট নিতে হলে আপনার একটি পেপাল একাউন্ট থাকা দরকার। পেপাল একাউন্ট আপনি ইউটিউব দেখে খুলে নিতে পারবেন। মাত্র ৫০ ডলার হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন।
সবাই ভালো থাকবেন, সুস্ত থাকুন। খোদা হাফেজ।