- বিকাশ থেকে রিলোড করা স্কিটো তে একেবারেই সোজা কারন বিকাশ থেকে রিলোডে ও একই ভাবে পয়েন্ট পাওয়া যায়।
যে নিয়মে বিকাশ থেকে রিলোড করব
১/প্রথমে *২৪৭# ডায়াল করব যেকোন বিকাশ পারসোনাল নাম্বার থেকে।
২/এরপর mobile recharge 3 সিলেক্ট করব
৩/এরপর grameenphone অপশন টি সিলেক্ট করে দিব
৪/পরের স্টেপে 3 টি অপশন1:prepaid.2:postpaid. 👉3:skitto
দেখাবে। আমরা স্কিটো 👉skitto সিলেক্ট করে দেব।৫/এরপর যে স্কীটো নাম্বারে রিলোড করতে চাই সেই নাম্বার দেব।যেমনঃ০১৩××××××××.৬/এরপর অ্যমাউন্ট দেব।যেমনঃ১০০৳৭/এরপর পিন নাম্বার দিব।ব্যাস রিলোড হয়ে গেল।কোন বাড়তি ঝামেলা নেই এভাবে নিশ্চিন্তে রিলোড কর যত খুশি।আর অ্যাপ থেকে রিলোড আরো সোজা। - ★★★অ্যাপের ক্ষেত্রে প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করে সেখান থেকে মোবাইল রিচার্জ সিলেক্ট করব।
- এরপর স্কীটো নাম্বার দিব।
- নাম্বারের পর অপারেটর সিলেক্ট করব।,যেহুতু এটা গ্রামীন ফোন অপারেটরের একটি স্পেশাল প্যাকেজ তাই অপারেটর গ্রামীনফোন ই সিলেক্ট করব
- এরপর অ্যামাউন্ট সিলেক্ট করব।বিঃদ্রঃ(রিলোড করলেই একমাত্র স্কিটো পয়েন্ট পাওয়া যাবে যা দিয়ে পরবর্তীতে ডাটা ক্রয় করা যাবে)
- এরপর তিনটি অপশন পাওয়া যাবে এর মধ্যে আমরা স্কীটো অপশন সিলেক্ট করে পিন নাম্বার দিয়ে ওকে দিব।শেষে ট্যাপ করে ধরে রাখব।ব্যাস হয়ে গেল।এভাবে খুব সহজেই রিলোড করে পয়েন্ট বাড়িয়ে নিতে পারব।(ধন্যবাদ)
- এবার স্কীটো অ্যাপ দিয়ে রিলোড করার ট্রিক্স।
- প্রথমে স্কীটো আ্যাপে লগ ইন করে ব্যালেন্স অপশন এ যাই।
- ব্যালেন্স অপশনে রিলোড অপশন পাব সেখানে ক্লিক করলে অনেক গুলো অপশন পাব এরমধ্যে বিকাশ পেমেন্ট একটি অপশন পাব সেখানে অ্যামাউন্ট দিয়ে দেয়ার পর যে বিকাশ নাম্বার থেকে রিলোড করব সেই নাম্বার চাইলে সেখানে বিকাশ নাম্বার দিব।নাম্বার দিয়ে সাবমিট করার এক মিনিটের মধ্যে একটা ভেরিফিকেশন কোড পাব ওখানে কোড দিয়ে সাব মিট করলে বিকাশ পিন চাইবে পিন দিয়ে কনফার্ম করলে আপনার স্কীটো অ্যাকাউন্টে টাকা রিলোড হয়ে যাবে।আর আপনি পয়েন্ট ও পেয়ে যাবেন।ধন্যবাদ।
10 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Nice offer
Thanks
আচ্ছা
Thanks
Darun offer!
TNX
Ok
Good post
Wow
well