ভালবাসার মানে কি আজও আমার অজানা কারন আজ পযন্ত কেউ ভালবাসার একটা ভালো সংজ্ঞা দিতে পারে নি! যে যেভাবে পাই ভালবাসা কে বরন করে নিয়েছে!! কারও কাছে প্রিয় মানুষ টার সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালবাসা!! আবার কারো কাছে হাজার ব্যস্ততার মাঝে প্রিয় মানুষ টাকে মনে করার নাম ভালবাসা! আবার কারও মতে মনের সকল অস্থিরতা যখন কাউকে ঘিরে হয় তখন তাকে ভালবাসা বলে।।। সত্যি বলতে আমিও খুজে পাই নি ভালবাসা কাকে বলে।। আমি যেটাকে ভালবাসা মনে করে বেঁচে থাকতে চাইছি সেটা আদোও ভালবাসা নয় তাই তো প্রিয় মানুষ টা ঠাট্টা করে বলে ছিল ভালবাসো আমাকে?? ভালবাসা মানে বুঝ? আমি শুধু অবাক হয়ে তাকিয়ে ছিলাম যখন আমায় ছেড়ে চলে যাচ্ছিল!! নিরব পৃথিবী চারদিকে স্থাবব্ধ আর কেউ যেন আমার কলিজা টা বের করে নিয়ে গেল!!”” আজও খুজি আমি তাকে কথায় গেলে পাব তাকে শুধু জানতে চাইব প্লিজ বলে যাও ভালবাসার মানে কি? আমি ঘুমন্ত পৃথিবীটাকে জাগিয়ে তুলব যদি খুজে পাই ভালবাসার মানে!!! তাই তো খুজি তাকে হয়ত সে জানে ভালবাসার মানে? নয়ত কেন বলে গেছে আমায়, তুমি কি বুঝো ভালবাসার মানে।।।? যদি খুজে পাই তোমায় দোষ দিব না কখনো,, তুমি সুখী হও, সুখে থাকো আর দেখে যেও ভালবাসা বুঝি না তাতে কি মরে তো যাই নি এখনো বেঁচে আছি!!!আমি হ্রদয়টা কে খনন করে জায়গা করে দিয়েছিলাম যারে সেও বুঝে নি আমায় ছেড়ে গেছে মোরে!! বেঁচে আছি ঠিকেই প্রান দেহে???? হয়ত ভাববে তোমার জন্য এমন বানী মোটেই না কারন যে যাবার সে যাবে একটু আগে আর পরে!! “আমি কাদি কেন জানো বুঝি নি আজও ভালবাসার মানে!! হয়তো বা ফিরে পেতাম প্রান খানি মোর দেহে যদি কেউ বলতে পারে ভালবাসা কাকে বলে?? হয়ত হাজার লোকের ভিরে হারিয়েছ নিজেকে!! কোন একদিন বুঝবে হারিয়েছিলে তুমি যার ছিলে!!! সেদিন আর পাবে না তাকে কারন সেও তোমায় ভুলে গেছে তত দিনে।। এখন ভালবাসার সংজ্ঞা মিলবে কি করে মেয়ে একে তে নয় সবার মাঝে থাকে!! গালি গালাস নাহি করে কেউ যদি লোকে মন্দ বলে!! নিজের বিবেগে হয় না যার জ্ঞান সে কি করে বুঝবে ভালবাসা কাকে বলে!!!আমার তো ইচ্ছে করে বাঁঁচব হাজার বছর একজন সজ্ঞী নিয়ে।।। ডর লাগে আমার পুরোনো কথা মনে হলে আবার যদি বলে ভালবাসা কি তুমি কি বুঝো তাই তো আমি নীরব থাকি চক্ষু লজ্জার ভয়ে!!!!আমি থাকি আমার রাজ্যে শূন্যতা বিরাজ করে।।। প্রশ্ন করলে কেউ,বলি আমি সব হারিয়েছি কাল বৈশাখী ঝরে।।। আমার রাজ্যে বসত করে শুধুই একটা আমি, যাকে নিয়ে স্বপ্ন ছিল সে হারিয়েছে বছর কয়েক আগে!!!আমি এখন একা থাকি শুধুই বড়ব একা!! ভালবাসার মানে কি খুজতে গিয়ে নেমে আসে সন্ধ্যা তারা!!! ভাল থাকো তুমি সুখে থাকো রোজ।। আমার কথা মনে হলে ভেবে নিয়ও সত্যি ছিল সে খবিশ!!!! (অচেনা শান্ত)
প্রবীণ বয়সে ইন্টারনেট ব্যবহার ও তাঁদের লাইফস্টাইল।
বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নতুন একটি গবেষণায় দেখা যায় যে নিয়মিতভাবে ইন্টারনেটের ব্যবহার করা বয়স্ক ব্যক্তিদের আরও ভাল...