হয়তো পোস্টের টাইটেল দেখেই তো বুঝে গিয়েছেন আজকে কি সম্পর্কে পোস্ট করতে চলেছি পাঠক। একদম ঠিকই দেখেছেন আপনি 30 মিনিট করে কথা বলতে পারবেন বিশ্বের যেকোন নাম্বারে বাংলাদেশসহ। তবে এই 30 মিনিট কথা আপনি প্রতিদিন বলতে পারবেন অর্থাৎ এক দিনে 30 মিনিট তার বেশি পারবেন না। 30 মিনিট কথা বলার জন্য আপনার কোন সফটওয়্যার দরকার হবে না বা কোন app আপনাকে রেজিস্ট্রেশন বা লগইন করতে হবে না। শুধুমাত্র একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনেকেই 30 মিনিট কথা বলতে পারবেন। যে কোন নাম্বারে বাংলাদেশসহ তবে বলে রাখা ভালো যে এভাবে কথা বলতে হলে অর্থাৎ যে 30 মিনিট কথা বলবেন এর জন্য আপনার ফোনে মেগাবাইট এমবি থাকা লাগবে। আপনার ফোনে ডাটা চালু করে নিয়ে কথা বলতে হবে অন্যথায় আপনি কথা বলতে পারবেন না। আপনি যখন এভাবে কল করবেন অর্থাৎ 30 মিনিট কল করবেন এতে আপনার নাম্বারটা হাইড থাকবে অর্থাৎ আপনার নিজের নাম্বার তার কাছে যাবে না গোপন থাকবে। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই 30 মিনিট কথা বলবেন বিস্তারিত
30 মিনিট কথা বলার জন্য আপনার প্রথমে নিচের ওয়েব সাইটে ক্লিক করতে হবে ক্লিক করুন নিচের ওয়েব সাইটে।
FREE CALL করুন
ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবে নিচের দিকে যে দেখবেন লেখা আছে call (কল) তারপরে কল লেখাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে call এর একটা ঘর এবং তার বাম সাইডে আমেরিকার পতাকা এবং আমেরিকার নাম্বার দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।ন ক্লিক করার পর আপনি সেখান থেকে বাংলাদেশ কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ mobile code খুজে বের করবেন খুঁজে বের করার পর আপনি বাংলাদেশ টা সিলেক্ট করে নিবেন। এবং তারপরে আপনি ওই ঘরে তে জিরো সংখ্যা বাদে আপনি 1 (এক) থেকে যেই নাম্বারে কল দিবেন সেই নাম্বারটি উঠাবেন দেখবেন নিচে ডায়াল প্যাড আছে ওখানে ক্লিক করে করে নাম্বার উঠাবেন। উঠানোর পর তারপরে দেখবে নিশ্চয়ই কল লেখা আছে আপনি কলে চাপ দিলে আপনি 10 সেকেন্ডের মত ওয়েট করলে আপনার সেই কাঙ্খিত নাম্বারে কল যাবে এভাবে আপনি কথা বলতে পারবেন 30 মিনিট অর্থাৎ তবে আপনি প্রথমবার কলে 6 মিনিট কথা বলতে পারবেন তারপরে কেটে যাবে তারপরে আবার কল দিলে আবার ছয় মিনিট এভাবে আপনি 5 বার করে 6 মিনিট করে কথা বলতে পারবেন মোট 30 মিনিট প্রতিদিন এভাবে 30 মিনিট করে কথা বলুন আনলিমিটেড বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুন কিভাবে কল করবেন ভিডিওতে।