চুল পরা বন্ধ করার টিপস
আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের টিপসটি হলো চুল পড়া কিভাবে বন্ধ করতে হয়। চুল পড়া আমাদের দেশে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষেরই চুল পড়ছে। তাই কিভাবে খুব সহজে চুল পড়া বন্ধ করতে হয় আজকের আমার এই পোস্টে আপনারা সবাই জানতে পারবেন। তাহলে চলুন কিভাবে চুল পড়া বন্ধ করতে হয় তা জানা যাক।
টিপস ১:
উপকরণ :
চুল পড়া বন্ধ করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো : অ্যালোভেরা, ভিটামিন ই ক্যাপসুল,এবং নারিকেল তেল।
পদ্ধতি :
চুল পড়া বন্ধ করতে প্রথমে একটি পাত্রে দুই চামচ নারিকেল তেল, একটি ভিটামিন ক্যাপসুল এবং এক চামচ এলোভেরা জেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনারা রাতে ঘুমানোর আগে এটি চুলে ভালোভাবে পাঁচ মিনিট ধরে মেশাবেন। তারপরে সকালে শ্যাম্পু করবেন। চুল পড়া বন্ধ করতে সপ্তাহে আপনারা দুইবার শ্যাম্পু করবেন বেশি শ্যাম্পু করবেন না। এই টিপসটি আপনারা সপ্তাহে তিন দিন অর্থাৎ একদিন পরপর এক মাস ব্যবহার করলেই আশা করা যায় আপনাদের সমস্যা সমাধান পিবেন।
টিপস ২ :
এটা ছাড়াও আপনারা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন।
উপকরণ :
এই পদ্ধতিতে চুল পড়া বন্ধ করতে আপনাদের যা যা প্রয়োজন হবে তা হলো একটি ডিম এবং এক চামচ নারিকেল তেল।
পদ্ধতি :
চুল পড়া বন্ধ করতে একটি ডিমের মধ্যে আপনারা এক চামচ নারিকেল তেল ভালোভাবে মিশিয়ে চুলে পাঁচ মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করে মাখিয়ে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন চুলের গোড়ায় জানো মাখানো হয়। এটা আপনারা শ্যাম্পু করার দুই থেকে তিন ঘণ্টা আগে ব্যবহার করবেন এবং পরে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন।
আশা করা যায় এই দুটো টিপস এর মধ্য দিয়ে যেকোনো টিপস একটি ব্যবহার করলে আপনারা আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।
তো বন্ধুরা আজ এখানেই শেষ।এই করনা দুর্যোগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি পোস্টে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।