আসলামুআলাইকুম৷আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। বর্তমানে যোগাযোগের অনেক ধরনের মাধ্যম রয়েছে। যেমন ফেসবুক, টুইটার, ইমু, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। এগুলোর মধ্যে সামাজিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ একটি অন্যতম অ্যাপস। আজ আমি বলব হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনারা কিভাবে গ্রুপ কল দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ এ গ্রুপ ভিডিও কল বা অডিও কল অথবা গ্রুপ টেক্সটিং এখন খুব ই কঠিন না। চার জন পর্যন্ত ব্যবহারকারী একসাথে একই সময়ে গ্রুপ ভিডিও কল, অডিও কল, গ্রুপ টেক্সটিং এ যুক্ত হতে পারে।করোনাভাইরাস এর ভয়াবহতা মোকাবেলায় সামাজিক দূরত্বে থাকা অবস্থায় সকলের সাথে যোগাযোগ রক্ষার্থে অনলাইন যোগাযোগের অ্যাপস এর উপর নির্ভর করতে হচ্ছে সকলের । এক্ষেত্রে ছোট গ্রুপগুলির জন্য জুম অ্যাপস এর পরিবর্তে হোয়াটসঅ্যাপ ভালো হতে পারে । হোয়াটসঅ্যাপে কীভাবে গ্রুপ কল করা যায় সেটি একটি এখানে ধাপে ধাপে দেওয়া হলো। প্রথমে কল বিভাগে যান।তারপর প্লাস যুক্ত বোতামটি ক্লিক করুন ।তারপর নতুন গ্রুপ কল এ ক্লিক করুন।এটি আপনার পরিচিতদের একটি তালিকা তুলে ধরবে। আপনি যে লোকদের গ্রুপ কলে যুক্ত করতে চান সার্চ অপশনে তাদের নাম লিখে তাদের নামের পাশের বৃত্তে ক্লিক করুন ।তারপর অডিও কল শুরু করতে অডিও কল বাটন এ বা ভিডিও কল শুরু করতে ভিডিও কল বাটন এ ক্লিক করুন ।
গ্রুপ চ্যাট খুলার পদক্ষেপগুলোও একই। তবে এক্ষেত্রে প্রথমে চ্যাট বিভাগে যান। এরপরের ধাপগুলো পূর্বের মতই করুণ ।একজনের সাথে কলে থাকা অবস্থায় সেই কলে অন্য একজনকেও যুক্ত করা যাবে এই পদ্ধতিতে । এজন্য কলে থাকা অবস্থায় ইন্টারফেস এ থাকা প্লাস যুক্ত মানুষের চিহ্নে ক্লিক করুন তাহলে ই হবে। হোয়াটসঅ্যাপ ছাড়াও আরো অনেক ধরনের রয়েছে যার মাধ্যমে গ্রুপ কল করা যায় একসাথে মিটিং করা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপ ছোট গ্রুপের জন্য খুবই উপযোগী একটি অ্যাপস। বর্তমানে বহুল ব্যবহৃত ঝুম এর একটি উপযোগী অ্যাপ গ্রুপ কল করার জন্য।জুম অ্যাপে সর্বোচ্চ এক হাজার জন মানুষ এক সাথে মিটিং করতে পারে।
আজ আর নয়।পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।আর আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো পোস্টে।