বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত এককের সংকেত লেখার জন্য নিচের পদ্ধতিগুলাে অনুসরণ করা হয়ে থাকে :
1. কোনাে রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা জায়গা ( space ) রেখে এককের সংকেতটি লিখতে হয় । যেমন 2.21 kg , 7.3 x 102 m ° কিংবা 22 K , শতকরা চিহ্নও ( % ) এই নিয়ম মেনে চলে । তবে ডিগ্রি ( ৩ ) মিনিট ( ‘ ) এবং সেকেন্ড ( ‘ ) লেখার সময় সংখ্যার পর কোনাে ফাঁকা জায়গা বা space রাখতে হয় না ।
2. গুণ করে পাওয়া লন্ধ লেখার সময় দুটি এককের মাঝখানে একটি ফাঁকা জায়গা বা space দিতে হয় । যেমন : 2.35 N_m
3. ভাগ করে পাওয়া লব্ধ এককের বেলায় ঋণাত্মক সূচক বা ‘ / ‘ ( যেমন ms – 1 কিংবা m / s ) দিয়ে প্রকাশ করা হয় ।
4. প্রতীকগুলাে যেহেতু গাণিতিক প্রকাশ , কোনাে কিছুর সংক্ষিপ্ত রূপ নয় , তাই তাদের সাথে কোনাে যতিচিহ্ন ( . ) বা full stop ব্যবহার হয় না ।
5. এককের সংকেত লেখা হয় সােজা অক্ষরে যেমন মিটারের জন্য m , সেকেন্ডের জন্য s ইত্যাদি । তবে রাশির সংকেত লেখা হয় italic বা বাঁকা অক্ষরে । যেমন ভরের জন্য m , বেগের জন্য v ইত্যাদি ।
6. এককের সংকেত ছােট হাতের অক্ষরে লেখা হয় যেমন cm , s , mol ইত্যাদি । তবে , যেগুলাে কোনাে বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে সেখানে বড় হাতের অক্ষর ( নিউটনের নাম অনুসারে N ) হবে । একাধিক অক্ষর হলে শুধু প্রথমটি বড় হাতের অক্ষর হবে ( প্যাস্কেলের নামানুসারে গৃহীত একক Pa )
7. এককের উপসর্গ ( k , G , M ) এককের ( m , W , Hz ) সাথে কোনাে ফাঁক ছাড়া যুক্ত হবে যেমন km , GW , MHz .
৪. কিলাে ( 103 ) থেকে সব বড় উপসর্গ বড় হাতে হবে ( M , G , T ) ।
9. এককের সংকেতগুলাে কখনাে বহুবচন হবে না ( 25 kgs নয় সব সময় 25 kg )
10. কোনাে সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে । খুব প্রয়ােজন হলে সংখ্যা এবং এককের মাঝখানে line break দেওয়া যেতে পারে ।
তো আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা বিষয়টি সামান্য হলেও বুঝতে পারছেন
তো এই ছিল আজকের একটি ভিন্ন টাইপের পোস্ট
আশা করি এই পোস্টটি একটু হল আপনাদের কাছে ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানাবেন
আসলে কি কমেন্ট করে জানালে একটু পোস্ট এর প্রতি আগ্রহ হয় বেশি
তো দেখা হবে আবার নতুন কোন পোস্টে
আপনারা আমার সাথেই থাকুন
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য