বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
প্রিয় পাঠক, আশা করি সবাই ভালো আছেন। বিগত বছর দিন ধরে কবিতা লিখে আয় করার একটি বিশ্বস্ত প্লাটফর্ম খুঁজে আসছিলাম। যা পেয়েছিলাম তা ছিলো ইংরেজিতে কবিতা লিখে আয় করার মাধ্যম। বাংলায় যা ছিলো তাতে আয়ের কোনো উপায় ছিলোনা। অনেক খুঁজেও কোথাও বাংলা ভাষায় কবিতা লিখে আয় করার এমন একটি সাইট পাচ্ছিলাম না। অবশেষে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর্নিং সাইট গ্রাথোর এই সুযোগটি করে দিল। গ্রাথোর টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজ প্রকাশ করতে যাচ্ছি দুটি কবিতা। আপনাদের অনুপ্রেরণা পেলে নিয়মিত গ্রাথোরে কবিতা প্রকাশ করবো, ইনশাআল্লাহ।
আরাধনা
দাও খুলে মোর মনের দুয়ার
দাও হে খুলে দাও
অন্ধকারের পান্ডুলিপি
নাও হে তুুলে নাও।
হেথায় আলোর প্রদীপ জ্বালো
প্রেমের সুধা ঢালো ঢালো
শুষ্ক পোড়া ঐ মরুতে
এবার ফুল ফোটাও।
এখানে দাও শকতি
বইতে দুঃখের ভার
সুপথে দাও সুমতি
পোহাতে সব আঁধার।
বাধারই প্রাচীর ভাঙার
সাহস হেথায় দাও।
কাঁটারই কানন যেন
দেখে সে কুসুম সাজে
সাধনার স্বপন যেন
ছুটে যায় তোমার রাজে।
নিয়তির কঠিন পথ
সহজ করে দাও।
স্বপ্নের সারথি
হে জন্মভূমি, তুমি আজ উর্বশী যুবতী
উন্নতির স্বপ্ন সারথি
রতনে ভরা দু’টি হাত,
তোমার শূন্য গোলা ভরেছে ধনে
জেগেছে অরুণ গগণ কোণে
কেটেছে আঁধার রাত।
তোমার অঙ্গে আজ
অধুনা বিলাসী সাজ
নবরূপে অপরূপ রূপসী,
ছিলে তুমি এক কালে, দাতাদের দয়া তলে
রং মাখা সং রূপে
খালি এক কলসী।
মাথা পিছু কতো ঋণ
চেপে ছিল নিশি দিন
শোধাবার ছিল কতো জপনা,
আজ তব নেই দায়
মাথা পিছু আছে আয়
ছুটেছো মহাকাশে নেই পিছু ভাবনা।
তুমি আজ হীন নয়
ধন গুণে হিমালয়
উন্নতির মহা পথ যাত্রী,
আগারে রতন অঢেল
উন্নতির রোল মডেল
বিশ্ব বিজেতা দলে তুমি মহানেত্রী।
ধন্য বঙ্গ মাতা, ধন্য বাঙালি পিতা
ধন্য বঙ্গ ভূমি
বাংলার ভিটে মাটি,
তোমাতে সঁপি এ প্রাণ
চরণে শত প্রণাম
সোনা নও তুমি, তার চেয়েও খাঁটি।