আজকের বিষয়ঃ নৈতিকতা ও মুল্যবোধ।
যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যা BCS সহ অন্যান্য চাকরি পরিক্ষায় এসে থাকে।
১। ‘সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের , শাসকের সাথে শাসিতের সম্পর্ক বোঝায়’ উক্তিটি কার ?
উত্তরঃ ম্যাককরনি
২। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে ?
উত্তরঃ বিশ^ব্যাংক
৩। কোথায় সুশাসন নেই ?
উত্তরঃ যেখানে দেশপ্রেম নেই
৪। ধর্মীয় দর্শন কিসের ভিত্তি ?
উত্তরঃ সামাজিক মূল্যবোধর ভিত্তি
৫। কোনটি মূল্যবোধের চালিকা শক্তি ?
উত্তরঃ সংস্কৃতি
৬। সরকার ও জনগণের মধ্যে আয়নার মত কাজ করে কোনটি ?
উত্তরঃ মিডিয়া
৭। বড়দের সম্মান করা , দানশীলতা , শ্রমের মর্যদা ইত্যাদি কোন মূল্যবোধ ?
উত্তরঃ সামাজিক
৮। মূল্যবোধ সুরক্ষার উদ্দেশ্য যে শিক্ষার আয়োজন করা হয় তাই-
উত্তরঃ মূল্যবোধ শিক্ষা
৯। মূল্যবোধ শিক্ষার ধারণা মানব মনে কোন দিকটির উদ্ভব ঘটায় ?
উত্তরঃ বিবেকবোধ
১০। নৈতিক চেতনার ধারণা আসে কোথা থেকে ?
উত্তরঃ মূল্যবোধ শিক্ষা
১১। মূল্যবোধ শিক্ষা কোন উপায়ে প্রতিফলিত হয় ?
উত্তরঃ দৈনন্দিন কাজের মাধ্যমে
১২। মূল্যবোধ শিক্ষা অর্জনকারী ব্যক্তি হয়-
উত্তরঃ সবগুলোই
১৩। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি ?
উত্তরঃ সহনশীলতা
১৪। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি ?
উত্তরঃ সহনশীলতা
১৫। মূল্যবোধ বলতে কি বোঝায় ?
উত্তরঃ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদন্ড
১৬। মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে কোন ধরনের বিষয় হিসেবে ভূমিকা পালন করে ?
উত্তরঃ গাইডলাইন
১৭। পাশ্চাত্য দেশসমূহে মদ্যপান নিত্যনৈমিত্তিক ব্যাপার, কিন্তু আমাদের সমাজে এটি ঘৃণার কাজ। এর দ্বারা মূল্যবোধের কোন দিকের কথা বলা হয়েছে ?
উত্তরঃ বিভিন্নতা
১৮। কোনটি মানুষের আচার আচরণের নিয়ন্ত্রণ করার সামাজিক মানদন্ডসরুপ ?
উত্তরঃ মূল্যবোধ
১৯। মূল্যবোধ কত প্রকার ?
উত্তরঃ ৬
২০। আধুনিক বিশ্ব খুব বেশি করে কোনটিকে গুরুত্ব দিচ্ছে ?
উত্তরঃ ব্যক্তিগত মূল্যবোধ
২১। প্রতিটি শিশুই কোন মূল্যবোধ নিয়ে জন্মায় ?
উত্তরঃ ব্যক্তিগত মূল্যবোধ
২২। ব্যক্তিগত মূল্যবোধ কোনটি লালন করে ?
উত্তরঃ স্বাধীনতাকে
২৩। কয়টি মূল্যবোধ সমাজে সর্বদা বিরাজ করে ও সমাজকে গতিশীল ও ঐক্যবদ্ধ করে ?
উত্তরঃ ৬
২৪। কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি ?
উত্তরঃ আইনের শাসন
২৫। ইতিবাচক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ ?
উত্তরঃ আচরণগত
২৬। বিশেষ মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ ?
উত্তরঃ কার্যকারিতাভিত্তিক
২৭। মুখ্য মূল্যবোধ কোন পর্যায়ের মূল্যবোধের মধ্যে পড়ে ?
উত্তরঃ গুরুত্বের ভিত্তিতে
২৮। সামাজিক মূল্যবোধ কোন পর্যায়ের মূল্যবোধের মধ্যে পড়ে ?
উত্তরঃ সাধারণ
২৯। চরম মূল্যবোধ কোন পর্যায়ের মূল্যবোধের মধ্যে পড়ে ?
উত্তরঃ কার্যকারিতাভিত্তিক
৩০। পেশাগত মূল্যবোধ কোন পর্যায়ের মূল্যবোধের মধ্যে পড়ে ?
উত্তরঃ সাধারণ
৩১। সঞ্চয় করার প্রবণতা কোন পর্যায়ের মূল্যবোধের মধ্যে পড়ে ?
উত্তরঃ ব্যক্তিগত
৩২। পেশাগত মূল্যবোধ কোনটি ?
উত্তরঃ ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি র
৩৩। বড়দের সম্মান কর , দানশীলতা , শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ ?
উত্তরঃ সামাজিক
৩৪। সামাজিক মূল্যবোধকে কি হিসেবে ব্যবহার করা যায় ?
উত্তরঃ সামাজিক মাপকাঠি
৩৫। সামাজিক মূল্যবোধগুলোকে সমাজে কী হিসেবে ভূমিকা পালন করে ?
উত্তরঃ সামাজিক সেতুবন্ধন
৩৬। সামাজিক মূল্যবোধকে প্রায়োগিক দিক থেকে কি নামে আখ্যায়িত করা হয় ?
উত্তরঃ সামাজিক পরিবর্তনশীলতা
৩৭। ধর্মীয় আচার-আচরণকে পরিচালিত করে কোন মূল্যবোধ ?
উত্তরঃ ধর্মীয় মূল্যবোধ
৩৮। মানুষ আজন্ম পরিচিত কোনটির সাথে ?
উত্তরঃ সামাজিক মূল্যবোধ
৩৯। সামাজিক মূল্যবোধকে বিশ্বাসের এক প্রকৃতি বলে উল্লেখ করেছেন কে ?
উত্তরঃ এফ. ই . মেরিল
৪০। মূল্যবোধ কীসের মাধ্যমে নির্ধারিত হয় ?
উত্তরঃ নৈতিকতা
৪১। কোন বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে কি বলে ?
উত্তরঃ বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ
৪২। যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে ?
উত্তরঃ বাহ্যিক মূল্যবোধ
৪৩। মূল্যবোধ মানুষের কোন আচরণকে নিয়ন্ত্রণ করে ?
উত্তরঃ বাহ্যিক ও অভ্যন্তরীণ
৪৪। প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন ?
উত্তরঃ গ্রিস
৪৫। শারীরিক মূল্যবোধকে সৌন্দর্যবোধ হিসেবে আখ্যায়িত করেছেন কে ?
উত্তরঃ এ্য়াডওয়ার্ড স্পেন্সার
৪৬। কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভূক্ত ?
উত্তরঃ সাহসিকতা
৪৭। অনেক সময় কোন মূলবোধকে মূল্যবোধ বলে আখ্যায়িত করা হয় ?
উত্তরঃ নৈতিক মূল্যবোধ
৪৮। নীতি ও ঔচিত্যবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে কী বলে ?
উত্তরঃ নৈতিক মূল্যবোধ
৪৯। কোনটি নৈতিক মূল্যবোধ ?
উত্তরঃ অন্যায় থেকে বিরত থাকা
৫০। আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ ?
উত্তরঃ সামাজিক মূল্যবোধ
৫১। কোনটি রাজনৈতিক মূল্যবোধ ?
উত্তরঃ আনুগত্য
৫২। ধর্মীয় ঐতিহ্য , বিশ্বাস , গ্রন্থচর্চা প্রভৃতি থেকে যে মূল্যবোধ সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তরঃ ধর্মীয় মূল্যবোধ
৫৩। মানুষ তার লালনকৃত ও ধারণকৃত সংস্কৃতি থেকে যে সকল মূল্যবোধ গ্রহণ করে তাকে কী বলে ?
উত্তরঃ সাংস্কৃতিক মূল্যবোধ
৫৪। সাংস্কৃতিক মূল্যবোধগুলো কী থেকে বেশি পরিমাণে উদ্ভুত হয় ?
উত্তরঃ সামাজিক প্রথা
৫৫। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন ?
উত্তরঃ ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য
৫৬। মানব মর্যাদার স্বীকৃতি , সাম্য এগুলো কোন মূল্যবোধের উদাহরণ ?
উত্তরঃ পরম মূল্যবোধ
৫৭। কোনটি সমাজে মানুষের আচরণের মানদন্ড হিসেবে কাজ করে ?
উত্তরঃ সামাজিক মূল্যবোধ
৫৮। মূল্যবোধ কোন ধরনের প্রত্যয় ?
উত্তরঃ আপেক্ষিক
৫৯। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি ?
উত্তরঃ জীবনের নিশ্চয়তা
৬০। নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তির সমস্যার সমাধানের পথ বাতলে দেয় কোনটি ?
উত্তরঃ গণতান্ত্রিক মূল্যবোধ
৬১। কোন ধরনের মূল্যবোধের চর্চার দ্বারা দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ গণতান্ত্রিক মূল্যবোধ
৬২। কীসের চর্চা দ্বারা সকলের মধ্যে জাতীয় স্বার্থের ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ গণতান্ত্রিক মূল্যবোধ
৬৩। সমাজ ও রাষ্ট্রের ভিত্তি কোনটি ?
উত্তরঃ মূল্যবোধ
৬৪। কোনটিকে সমাজের মানুষ ভালো ও গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করে ?
উত্তরঃ মূল্যবোধ
৬৫। আকাঙ্ক্ষা নৈর্ব্যক্তিকতা , নৈতিকতা , জ্ঞান কোন ধরনের মূল্যবোধের অন্তর্ভূক্ত ?
উত্তরঃ বাস্তব জীবনভিত্তিক
৬৬। সাধারণ দৃষ্টিতে মূল্যবোধ কত প্রকার ?
উত্তরঃ ৫
৬৭। কার্যকারিতার ভিত্তিতে মূল্যবোধ কত প্রকার ?
উত্তরঃ ৩
৬৮। উদ্দেশ্য ভিত্তিতে মূল্যবোধ কত প্রকার ?
উত্তরঃ ৪
৬৯। আচরণের ভিত্তিতে মূল্যবোধ কত প্রকার ?
উত্তরঃ ২
৭০। গুরুত্বের ভিত্তিতে মূল্যবোধ কত প্রকার ?
উত্তরঃ ২
৭১। পেশাগত দিক থেকে মূল্যবোধ কত প্রকার ?
উত্তরঃ ৮
৭২। ভদ্রতা , সততা , একতা কোন ধরনের মূল্যবোধের উদাহরণ ?
উত্তরঃ সুস্পষ্ট
৭৩। ভ্রাতৃত্ববোধ , সমবায় কোন ধরনের মূল্যবোধের উদাহরণ ?
উত্তরঃ দলীয়
৭৪। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কত সালে সুশাসনের উপর প্রতিবেদন পেশ করে ?
উত্তরঃ ১৯৯৮
৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো রাষ্ট্রপতি পরপর দু মেয়াদে বেশি নির্বাচিত হতে পারেন না । এর ফলে মার্কিন সমাজে কোনটি গড়ে উঠবে না ?
উত্তরঃ কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো