প্রিয় পাঠক/পাঠিকা আশা করছি সবাই ভালো আছেন। এই লেখাটি তাদের জন্য যারা কষ্টে আছেন। মনের মধ্যে হাজারো যন্ত্রণা চেপে রেখে জীবন্ত মৃত মানুষ হয়ে বেঁচে আছেন।
সত্যি যদি আপনি কষ্টে থাকেন, তাহলে এই লেখাটি মন দিয়ে সম্পুর্ণ পড়ুন।
আপনি নিশ্চয় কিছু একটা উপলব্ধি করতে পারবেন। ভালো থাকা কিংবা খারাপ থাকা সবই অবশ্যই আপনার নিজের মন ও মস্তিষ্কের ওপর একান্ত নির্ভরশীল। তবে অবশ্যই ভালো থাকার জন্য চেষ্টা করবেন।
জীবনে অনেক সময় আমাদের মন মতো সবকিছু হয়ে ওঠে না। অনেক সময় আমরা মনে করি জীবন আমাদের কষ্ট দেয়। কিন্তু সেটা ভুল। আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা কিংবা দূরের কোনো মানুষই আমাদের কষ্ট দেয়। কারণ মানুষ অনেক স্বার্থপর। মানুষ অনেক সময় নিষ্ঠুর।
তাই আজ আপনাদের মানুষের জীবন সম্পর্কে কিছু কষ্টের কবিতা নিয়ে এসেছি। পড়ে দেখুন:-
১।
আজীবন মনে রাখতে চাই, সেটা প্রথম পরিচয়।
আজীবন ভুলে যেতে চাই, সেটা শেষ বিদায়।
২।
জীবনে একসময় যাদের ভালোবেসেছি,
তার হঠাৎ প্রচন্ড কষ্ট দিয়ে গেছে।
আবার যাদের সাথে হঠাৎ করেই পরিচয়,
তারাও ভালোবাসা দিয়ে গেছে।
3।
নেই তো আজ তোমার খবর,
আঁধারে ঢেকেছে মনের কবর।
4।
আমি কষ্টের সন্ধানে ঘুরে হাহাকার করি,
আঘাত করেছ একবার তবু শতবার মরি।
৫।
তুমি বলেছিলে, ‘কবিতা পছন্দ করো না।’
বুঝে নেওয়া উচিত ছিল, তুমি আমাকে ভালোবাসো না।
৬।
তুমি সত্যিই আমাকে বুঝতে।
এটাও বুঝে গিয়েছিলে তোমায় ছাড়া বাঁচতে পারবো না আর।
তাই তো হঠাৎ খুন করলে আমাকে।
৭।
চাঁদ না হলেও কেঁদো না,
একটি তারা খসে গেল বলে।
জীবনে কিছু নেই! ভেবো না,
পড়ে কোনো রমণীর ছলে।
৮।
চাঁদের ছায়া দেখবে সেটা তার মতো আলোকিত নয়।
জোৎস্না রাতে আকড়ে প্রিয়ারে, নেই হারানোর ভয়।
৯।
মানুষ তোমার খোঁজ নেবে না,
এমন কিছু করো যেন সব খোঁজেই তুমি থাকো।
হয়তো এক সময় সবার সার্চ লিস্টেই তুমি থাকতে পারবে।
জীবনে সফল হও সবকিছু পেয়ে যাবে।
১০।
হঠাৎ করে অনেক সময়,
কান্না পেলে হাসতে শেখো।
ভবিষ্যৎ অনেক সুন্দর হয়ে যাবে।
অথবা কাঁদতে থাকো, কাঁদতে কাঁদতে মারা যাবে।
১১।
মনের মাঝে একজনের ছবি আঁকে
রাত কেটে যায় ভোর আসে।
ছবি ধুয়ে যায়, নতুন রঙে আবার আঁকে।
মনের ক্যানভাস বারবার বদলে যায়।
বদলে যায় মানুষ, বদলায় মনের অনুভব।
১২।
মনের মাঝে কষ্ট, মন তো বড় নষ্ট।
ব্যস্ততার মাঝে সময় হয় না,
একটু চিকিৎসার, মন তো আজো নষ্ট।
হায় রে এমন কষ্ট, জীবনের কত কষ্ট।
কষ্টের কবিতায় কষ্টই পাবেন। জীবনে কিন্তু কষ্ট খুব একটা বেশি না। শুধু সঠিক নিয়মে জীবন যাপন করা প্রয়োজন। জীবন কষ্ট যা দেবে সেটা ভুলে সুখ খোঁজা প্রয়োজন। আপনি যদি সেই কষ্ট মনে বসিয়ে নিয়ে নিজেও বসে থাকেন তাহলে একটা কথায় বলব,
জীবনে আপনি শেষ হয়ে যাবেন।
তাই কষ্ট নিজে কুড়িয়ে জীবনকে দোষ দেবেন না। জীবন অভিমান করলেই হয়েছে!
সব শেষ। জীবন একবার শেষ হয়ে গেলেই তো আর কিছু থাকল না। তাই জীবনকে আকড়ে ধরুন। কষ্টগুলো ভুলে যান। যেটুকু সুখ আছে সেগুলোকে প্রসারিত করুন। বেশি বেশি খুশি থাকার চেষ্টা করুন।
তাহলে অবশ্যই জীবনও খুশি থাকবে।
“কিছু কষ্ট ও কবিতার কথা”
লেখক: আজফার মুস্তাফিজ