আমরা সবাই জানি গুগলের ছবি/ইমেজ সার্চ করার মাধ্যমে যে কোন তথ্য পাওয়া যায়। অর্থাৎ যদি কোন একটি ইমেজ আপনি গুগলে সার্চ করেন, সেই ইমেজ এর মাধ্যমে যাবতীয় তথ্য উপাত্ত সার্চ রেজাল্টে পেয়ে যাবেন। যার ফলে অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য যেকোনো বিষয়ে সার্চ করার জন্য সহজ হয়ে গিয়েছে। ধরুন, আপনি কাউকে সার্চ করবেন, যাকে আপনি চিনেন না। তাগলে গুগল সার্চের মাধ্যমে সরাসরি তার ইমেজ সার্চ করে তাকে পেয়ে যাবেন। এখন কীভাবে করবেন ইমেজ সার্চ তাও গুগলে। সে সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক।
গুগোল কি?
গুগোল হলো একটি সার্চ প্রতিষ্ঠান অথবা সার্চ ইঞ্জিন। যদি গুগল ব্যবহার করে আপনি যেকোনো ইমেজ সার্চ করেন অথবা ট্যাক্সট সার্চ করেন বা লিংক সার্চ করেন, তাহলে এখানে যেকোনো কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।
ইমেজ সার্চ করবেন কিভাবে?
এর জন্য আপনাকে শুধুমাত্র এখানে ক্লিক করতে হবে।এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি সরাসরি গুগল ইমেজ সার্চ অপশনে চলে যাবেন। মনে রাখবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। কেননা ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট (Desktop Site) প্রদর্শন করানো সম্ভব। যদি আপনি ডেক্সটপ বা কম্পিউটার ইউজার হোন তাহলে সরাসরি ইমেজ আপলোড করে সে ইমেজ সার্চ দিতে পারবেন।
এজন্য প্রথমে লিংকে চলে যাওয়ার পর আপনি একদম উপরের ডান পাশে অপশন এ গিয়ে, Desktop Site অপশনে ক্লিক করে দিবেন। তারপর সেখান থেকে আপনি অই ইমেজ সার্চিং এর জন্য ইমেজ ফাইল আপলোড করে যে কোন ইমেজ আপলোড করে সেটা সাবমিট করে দিবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনি সরাসরি ইমেজ ওয়েব সাইট অথবা যে লেখালেখিতে ছিল, সকল রেজাল্ট চলে আসবে। এবং সেই ইমেজ সার্চের মাধ্যমে আপনি তো উত্তর জবাব পেয়ে যাবেন পাশাপাশি ভালো ফলাফলও পাবেন।
আবার এন্ড্রয়েডে সার্চ করতে পারেন উপরের ইমেজে যেভাবে দেখানো হয়েছে, ঠিক সেরকম ভাবে। এরজন্য আপনাকে ইমেজ বা ক্যামেরা আইকনটিতে ক্লিক করলেই হবে। তারপর, আপনি সেখান থেকে ছবি সিলেক্ট করে আপলোড করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করলেই সার্চ হয়ে যাবে।
কেমন লাগলো আপনাদের? গুগলেও আপনি এখন ইমেজ সার্চ করতে পারবেন। ইমেজ সার্চ করে যে কোন ফলাফল পেতে পারবেন। চাইলে যেকোনো তারকা বা সুপারস্টারদের ইমেজ সার্চ করে তাদের সম্পর্কে জানতে পারেন। অথবা যার সম্পর্কে জানেন না, তার ইমেজ যদি আপনি রেখে দিতে পারেন তাহলে অবশ্যই সার্চ করতে পারেন। এবং তার সম্বন্ধে ধারণা পেয়ে যেতে পারেন। গুগোল সে ধরনের সুযোগ-সুবিধা আমাদেরকে করে দিয়েছে।
গুগলে ইমেজ সার্চের ক্ষেত্রে এটুকু মনে রাখবেন যে, এখানে কোনো ইমেজ দ্বারা কি বুঝাচ্ছে সেটা গুগল অনুধাবন করে নেয়। তারপর যে বিষয়টি গুগল শুরুতেই অনুধাবন করে সেটির ফলাফল গুগল দেখিয়ে দেয়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।
Keyword: image search google image search bangla how to imge search in google bangla