আমরা প্রায়ই যারা ইন্টারনেট ব্যবহার করি। তারা প্রায় সকলেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করার সবথেকে সহজ মাধ্যম হলো বিকাশ। কারণ বিকাশ একটি পুরাতন মোবাইল ব্যাংকিং এর সাহায্যে আমরা দূরত্ব এক জায়গা থেকে অন্য স্থানে টাকা স্থানান্তর করতে পারি এবং খুব সহজে কোন ঝামেলা ছাড়া টাকা উঠাতে পারি। কারণ বিকাশে অনেক সুবিধা রয়েছে যেমন বিকাশে এবং অর্থের পরিমাণ টা টাঠাতে অন্য অন্য কোন ঝামেলা হয় না কিন্তু দ্রুত টাকা পাঠানো সম্ভব হয় এবং বিকাশ মোবাইল ব্যাংকিং জায়গায় সবথেকে অর্থ বেশি পাঠানো যায়। এখন মূল কথা হলো অনেক সময় আমরা বিকাশ একাউন্ট খুলে ফেলি ভুল এনআইডি বা জাতীয় পরিচয় পত্র দিয়ে অথবা দেখা যায় আপনি আপনার মা বাবার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সিমে বিকাশ একাউন্ট খুলে ফেলেছেন। এখন আপনি চান সেটা আপনার আইডি দিয়ে রিকভারি করা হোক বা খোলা হোক আপনি চাইলে আপনার মা-বাবার এন আইডি দিয়ে খোলা বিকাশ একাউন্টটা আপনি বন্ধ করে দিতে পারেন চিরতরে এবং আপনি সেই উক্ত সিম আপনার এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারেন। খুব সহজে এর জন্য আপনার মা-বাবার যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলে দিলেন সেই এনআইডি কার্ড টা সহ আপনি দেখেছেন তাকে আপনার আশেপাশে নিকটস্থ বিকাশের কাস্টমার কেয়ারে যাবেন। যাওয়ার পর সেখানে আপনি যার দিয়ে বিকাশ একাউন্ট খোলা তার দিয়ে সকল তথ্য দিবেন এবং এনআইডি সব কিছু তথ্য দিবেন দেওয়ার পর সেখান থেকে ওই সিম কার্ড থেকে ওই এনআইডি দিয়ে বিকাশ একাউন্ট আছে বন্ধ করে দিবে আপনি চাইলে আবার যেকোনো একটা এনআইডি কার্ড দিয়ে ওই উক্ত সিমে আবার নতুন করে বিকাশ একাউন্ট খুলতে পারেন এটাই হল মূল বিষয়। তবে একটা কথা আপনি কিন্তু পরবর্তীতে আর ওই এনআইডি কার্ড দিয়ে যে সিম কার্ড থেকে বিকাশ একাউন্ট বন্ধ করলেন ওই সিমে খুলতে পারবেন না ঐই সিমে বিকাশ খুলতে হলে অন্য ভোটার আইডি কার্ড দিয়ে খুলতে পারবেনা খুরতে করতে পারেন বিকাশ। বিষয়গুলো যদি বুঝতে কোন অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবেন অথবা কল করতে পারেননি সেই কল করুন বাটনে ক্লিক করে Call me✪➤
ধন্যবাদ *****