আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা গ্রাথোর এ কাজ করেন তাদের জন্য আজকে অনেক ভালো একটা অ্যাপ নিয়ে হাজির হলাম। আপনি যদি লেখালেখি করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন গ্রাথোর এ ৩৫০ ওয়ার্ড এর পোস্ট পাবলিশ করতে হয় কমপক্ষে।
৩৫০ ওয়ার্ড এর নিচে আপনি পোস্ট পাবলিশ করতে পারবেন না। অথবা আপনি পাবলিশ করললে ও সেগুলো এপ্রুব হবে না। অনেক সময় এপ্রুব করলেও টাকা পাবেন না তার জন্য। এজন্য এসকল সমস্যা সমাধানের জন্য আজকে নিয়ে এলাম চমৎকার একটা অ্যাপ। এই অ্যাপ আপনার ওয়ার্ড অটোমেটিক গুনে দিবে। আপনি এখানে আপনার কন্টেন্ট সেব করে রাখতে পারবেন।
আপনি ওয়ার্ড কাউন্ট এবং সেভ করে রাখার জন্য প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস পাবেন। কিছু কিছু অ্যাপস আছে যেগুলোতে কিছুক্ষণ ওয়ার্ড কাউন্ট এবং সেভ করে রাখলেও। কিছুক্ষন পর সেভ করা ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। আমি ব্যবহার করেছি তার মধ্যে যেটা ব্যবহার করে আমার ভাল লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
এপ্স টা আপডেট গুগল প্লে স্টোরে পাবেন। কিন্তু আপনাকে ডাউনলোড করার জন্য আমি নীচের লিংক দিয়ে দিচ্ছি। সেই লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ ডাউনলোড লিংকঃ- https://play.google.com/store/apps/details?id=wordtextcounter.details.main
অ্যাপস ডাউনলোড করার পর ওপেন করলেই আপনাকে যেখানে লিখতে হবে সেই পেজে নিয়ে যাবে। প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় শিউর করতে চাই যেখানে আপনার কি কি কাউন্ট হবে।
সবার প্রথমে আপনি উপরে দেখতে পাচ্ছেন এইখানে কতটা অক্ষর আপনি লিখেছেন সেটা কাউন্ট হবে। তারপরও যেখানে আপনি কতটা ওয়ার্ড লিখেছেন সেই ওয়ারড্রোবের সংখ্যাটা দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনার কয়টা প্রেগ্রাপ হয়েছে এবং কয়টা সেন্টেন্স লিখেছেন সেগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন।
এখানে ইনফরমেশন গুলো সেভ করে রাখার জন্য আপনি যেখানে কাউন্ট হচ্ছে তার নিচে একটা লাইন দেখতে পাচ্ছেন। সেখানে একটা প্লাস অপশন রয়েছে। প্লাস অপশনে ক্লিক করার পর আপনি আপনার ডকুমেন্টের একটা নাম দিয়ে সেভ করে রাখবেন।
আপনি যদি এগুলো সেভ করে না রাখেন তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। তাই অবশ্যই আপনি প্রথমে একটা ওয়ার্ড লিখে সেটা সেভ করে রাখবেন। পরবর্তীতে এগুলো ইডিট করতে পারবেন।
আপনি এখানে ডকুমেন্টগুলো অটোমেটিক সেব করতে পারবেন ও কপি করতে পারবেন। এর জন্য আপনাকে সেটিংসে গিয়ে অটো সেভ এবং অটো কপি অপশনগুলো অন করে রাখতে হবে। তাহলে আপনি এখানে যতগুলো ওয়ার্ড লিখবেন সব গুলো অটোমেটিক কপি হতে থাকবে।
আপনি যখন একবার সেব করার পর আবার এডিট করবেন। তখন আপনি ইডিট শেষ হলে + আইকন এ ক্লিক করে আপডেট করবেন। তাহলে আবারও সবগুলো ডকুমেন্টস আপডেট হয়ে সেব হবে। আশা করি এই অ্যাপ ব্যবহার করে সবার সুবিধা হবে। ধন্যবাদ সবাই কে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ