হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি টিপস যা দিয়ে আপনি অতি সহজে ইসলামি ব্যাংকে এক্যাউন্ট করতে পারবেন তাও ঘরে বসে।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
তো কীভাবে ইসলামি ব্যাংকে এক্যাউন্ট খুলবেন তা জানতে নিচের দেওয়া টিপসটি ফলো করুনঃ
১.শুরুতে চলে যান প্লে-ষ্টোরে সেখান থেকে Cellfin এ্যাপটি নামিয়ে নিন।এবার এ্যাপে প্রবেশ করুন তারপর Open AC এ ক্লিক করুন।
২.এবার এখানে পিন নাম্বার টা দিন।এখানে পিন নাম্বার বলতে আপনার Cellfin এর এক্যাউন্ট পিন নাম্বার চাচ্ছে আপনি Cellfin এ্যাপে প্রবেশ করলে শুরুতে আপনার এক্যাউন্ট করে নিতে হবে।
৩.এবার আপনি আপনার পিতার নাম,মাতার নাম,ঠিকানা,মাসিক আয়,পেশা ও কোথায় থাকেন সকল তথ্য দিয়ে দিন।
৪.এবার যেকোনো ধরনের একটি এক্যাউন্ট বাছাই করুন আপনার ইচ্ছামতো।
৫.এবার নমিনীর আইডি কার্ডের ছবি ও পোস্টাল কোড ও জেলার ঠিকানা দিন।আমরা অনেকে জানি না পোস্টাল কোড কী বা কোথায় পাবো তারা গুগল এ গিয়ে থানার নাম লিখে পোস্টাল কোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
৬.Details দেখুন সবকিছু ঠিকঠাক থাকলে Confrim করে দিন।
৭.দেখুন এক্যাউন্ট খোলা হয়ে গেছে।এবার আপনি ইসলামি ব্যাংক থেকে টাকা আদান-প্রদান করতে পারবেন
আমার মতে স্টুডেন্ট এক্যাউন্ট খোলা ভালো কারণ ফ্রিতে ডেবিট কার্ড পাবেন তাও কোনো প্রকার মাসিক চার্জ ছাড়া।আর স্টুডেন্ট এক্যাউন্ট করলে আরে সুযোগ সুবিধা পাবেন এখন আপনার ইচ্ছা যেই এক্যাউন্ট করতে চান করে নিয়েন।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।