হেলো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন,আমিও ভালোই আছি।
প্রতিদিনের মতো আমি কনক আছি আপনাদের সাথে । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মুখের ত্বকের যত্ন নিতে হয়।
চলুন দেরি না করে শুরু করি………
আমরা সবাই চাই নিজের চুলকে সুস্থ, সুন্দর ও ফর্সা ত্বক পেতে।কিন্তু নিজের ভুলের কারনেই আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলি।কোন ভাবেই বোঝার চেষ্টাও করি না কিভাবে আমাদের ত্বক কালো ও উজ্জ্বলতা নষ্ট হচ্ছে।আমরা সবাই জন্মগত ভাবে কেউ কালো, ফর্সা বা শ্যামলা কেউ কেউ আবার কালো ত্বক পাওয়ার কারনে মন খারাপ করে থাকে তারা চায় কিভাবে ফর্সা হওয়া যায়। আবার ফর্সা মানুষরাও নিজের ভুলের কারনে ত্বক নষ্ট করে ফেলে।
সুতরাং আমি আজকে আপনাদের সাথে এই বিষয় গুলো নিয়েই আলোচনা করবো।
কিভাবে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে পেতে পারেন?
আজকে আমি কয়েকটি মুখের ত্বক ফর্সা করার টিপস শেয়ার করছি।
১| আপনাকে একটা লেবু নিয়ে রস বের করে নিতে হবে। এবার আপনাকে লেবুর রস দুই চামচ নিতে হবে। এর সাথে তিন চামচের মতো বেসন এবং হলুদের হুড়া নিয়ে তার সাথে সামান্য কিছু গোলাপ জল নিয়ে একটা প্যাক তৈরি করে নিতে হবে । এরপর আপনাকে মিশ্রনটা মখে লাগিয়ে শুকাতে দিতে হবে কিছুক্ষণ । তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।অবশ্যই এই প্যাকটা আপনাকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে। লেবু, বেসন ও হলুদ ত্বকের জন্য একটি অন্যতম উপাদান।লেবু ও বেসন ত্বকের সব ময়লা তুলে ফেলতে সাহায্য করে এবং হলুদ ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।
২|টমেটো ও মধু ত্বকে রোদে পড়ার হাত থেকে রক্ষা করে। এই দুইটি উপাদান ত্বকে কোন দাগ পড়তে দেয় না এবং দাগ মিশাতেও সাহায্য করে।কালো দাগ তুলতে খুব বেশি কায্যকারী উপাদান। এই মিশ্রনটি তৈরি করার জন্য আপনাকে একটা টমেটো নিতে হবে এবং মধু নিতে হবে।এরপর আপনাকে টমেটো থেকে রস বের করে মধুর সাথে মিশিয়ে মুখে ২০ মিনিটের মতো রেখে দিন।তারপর হালকা গরম পানিতে ধুয়ে নিন। তারপর ঠান্ডা পানি ব্যবহার করুন।সাথে সাথেই আপনি ভালো রেজাল্ট পাবেন।
এই বিষয়ের দ্বিতীয় পাঠ পেতে আমার প্রোফাইল ফলো করুন।খুব তারাতাড়ি পেয়ে যাবেন।
পরবর্তী কোন সময় কোন বিষয় নিয়ে কথা হবে। সাথেই থাকুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।যাতে আমি আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে পারি।
ধন্যবাদ সবাইকে