আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ব্লগিং এর নিস নিয়ে আলোচনা করন। এটা ব্লগিং এর অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এ বিষয় টা জানতে চান সম্পূর্ণ টা পড়বেন।
প্রথম এ একটা বিষয় ক্লিয়ার করতে চাই নিস কি। নিস হচ্ছে বিষয়। মনে করেন আপনি একটা ওয়েবসাইট খুল্লেন। এখন সেখানে যখন যেটা ইচ্ছে লিখতে পারেন না। আপনাকে সবকিছু একটা নিয়ম মাফিক করতে হবে।
এখন আপনি আপনার ওয়েবসাইট এর বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন। প্রথম এ আমি কিছু নিস পরে সেগুলোর সাব নিস নিয়ে আলোচনা করব।
১) জব নিউজ
২) অনলাইন ইনকাম
৩) নিউজ
৫) রিভিউ
৬) টেক
৭) স্বাস্থ্য
৮) এসএমএস
৯) গল্প ও কবিতা
১০) লাইরিক্স
এগুলো হচ্ছে এক একটা নিস। আপনি আপনার ওয়েবসাইট এ যেকোনো নিস নিয়ে লেখালেখি করতে পারেন। এর অনেকগুলো সাব নিস ও রয়েছে।
যেমন নিউজ হচ্ছে একটা নিস। এর আওতায় অনেক গুলো সাবনিস রয়েছে। আমি যদি সেগুলো একটা করে তুলে ধরি। আপনি খেলার খবর দেশের খবর, আন্তর্জাতিক খবর সহ অনেক খবর এর উপর ব্লগ সাইট তৈরি করতে পারেন। আপনি চাইলে সাব নিস গুলোই একটা নিস করতে পারেন।
এর মানে হচ্ছে আপনি চাইলে শুধু খেলাধুলার খবর এর উপর একটা সাইট করতে পারেন। আবারো আপনি চাইলে সবগুলো খবর নিয়ে একটা ওয়েবসাইট এ লেখতে পারেন।
রিভিউ এর আওতায় অসংখ্য সাব নিস রয়েছে। আপনি চাইলে সবগুলো সাব নিস নিয়ে একটা আলাদা ব্লগ করতে পারেন। যেমন মোবাইল রিভিউ নিয়ে একটা সাইট, লেপটপ রিভিউ নিয়ে একটা সাইট এরকম প্রতিটি জিনিস এর জন্য আলাদা আলাদা সাইট করতে পারেন। আবার চাইলে একটা সাইট এ সবগুলো বিষয় নিয়ে একটা ওয়েবসাইট করতে পারেন।
আশা করি নিস ও সাব নিস কি এটা সবাই বুঝতে পারছেন। এখন সবাই নিস খুজে সহজে বের করতে পারবেন। এখন আর একটা কমন সমস্যা থাকে সেটা হলো নিস চয়েস করা। কে কি নিস নিয়ে কাজ করবে বুঝতে পারে না।
এই ব্যাপার এ আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি। যদিও আপনার ইচ্ছে বা আপনার দৃষ্টি ভুিন্ন হতে পারে। নিস চয়েস করার ক্ষেএে আমি আপনাদের যে বিষয় গুলো লক্ষ রাখতে বলব তাহলোঃ-
সবার প্রথম নিজের অভিজ্ঞতা। যে নিস নিয়ে আপনি কাজ করবেন তার সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। নাহলে আপনার কোন ভালো ফল আশা করতে পারবেন না। তারপর যে বিষয় লক্ষ রাখতে হবে নিজের ইচ্ছে ও কম্পিটিশন। আপনি যদি এমন নিস নেন যার শত শত ওয়েবসাইট আছে। তাহলে আপনি সফল হতে পারবেন না। আর যদি কাজ এর প্রতি কোন ইচ্ছে না থাকে তাহলে আপনি কিছুদিন করার পর হয়তো করবেন না।
আশা করি নিস কি, সাব নিস ও নিস চয়েস করা নিয়ে আপনাদের সামান্য ধারনা দিতে পেরেছি। আর আলহামদুলিল্লাহ আমার ওয়েবসাইট এ আমি এডসেন্স পেয়েছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।