বিষয়: ভালোবাসার মানুষের জন্য প্রথম উপহার প্রেম পএ।
পত্রের শুরুতে তোমাকে জানাই প্রভাতের রক্তিম সূর্যের মতো উজ্জ্বল লাল গোলাপের শুভেচ্ছা।
জানিনা কেমন আছো? তবুও আশা নয় হৃদয়ের গভীরে স্থান থেকে বিশ্বাস করি ভালো আছো।
আসলে আমি জানতাম না ভালোবাসা কি।
কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার সবকিছু কেমন যেন এলোমেলো লাগতেছে।
মনে হয় তোমার মাঝে আমি একটি নতুন পৃথিবী খুঁজে পেয়েছি।
আমি কখনো কোন মেয়ের প্রতি দুর্বল হইনি।
কিন্তু তোমার হাত থেকে বাঁচতে পারিনি।
আমি জানিনা কেন ঘুমাতে গেলে তুমি স্বপ্নে এসে আমার সারা রাতের ঘুম কেড়ে নাও কেন মনে হয় আমার কল্পনায় সকল অস্তিত্ব জুড়ে শুধুই তুমি।
আমার জীবনের একমাত্র ভালোবাসা তুমি তুমি ছাড়া আমার জীবনে যেন হয়ে যাবে মরুভূমি তোমাকে নিয়ে সাজিয়েছি এক স্বপ্নের পৃথিবী
যদি তুমি চাও তাহলে তিলে তিলে গড়ে উঠবে আমার সেই স্বপ্ন তুমি বাস্তবে পরিণত করতে পারো।
বিন্দু বিন্দু করে যেমন সেনিয়র জন্ম হয় তেমনি।
এই হৃদয়ে তোমার প্রতি ভালোবাসার সাগর তৈরি হয়েছে।
সেই সাগরের সৈকতে তোমায় নিয়ে স্বর্গ তৈরি করব।
মুক্ত আশা মুক্ত বাতাস সবুজ শ্যামল প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আজ চিৎকার করে বলতে ইচ্ছে করতেছে আই লাভ ইউ, আই ভেরি ভেরি লাভ ইউ।
::::’:::::::::::::::::::::::: যাই হোক ::::::::::::::::
আমি কখনো কাউকে ভালবেসে তার কাছে চিঠি লিখি নাই তাই আমি জানিনা তোমার কাছে কোন ভাষায় এবং কোন ধরনের লিখবো আশা করি তুমি আমার লেখাগুলোর মাঝে আমার মনের কথা ও অবস্থা বুঝতে পারবে।
হৃদয়ের সব ভালোবাসা তোমায় নিবেদন করে।
** আজ এখানে শেষ করলাম।
শুধু এটুকু মনে রেখো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আই লাভ ইউ আই ভেরি ভেরি লাভ ইউ।
*** ভালো থেকো* সুস্থ থেকো**
#####আল্লাহ হাফেজ#####
(ইতি তোমার ভালোবাসা)
####আমি আগের টিউনে আপনাদের একটি অসাধারন ভালোবাসার স্ট্যাটাস দিয়ে ছিলাম, যারা মিস করেছেন বা দেখতে পারেননী তারা পোস্ট টি পেতে এখানে ক্লিক করুন।
আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে। আপনাদের যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। অবস্যই আমরা কমেন্টে আপনার করা প্রশ্নর উওর জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
এবং আপনারা কি রকম পোস্ট পেতে চান?
তা অবশ্যই কমেন্টে জানাতে বুলবেন না।
আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রোপে জয়েন্ট হতে পারেন। এখানে ক্লিক করুন
তো বন্দু-গন আজকের মতো এই পযন্ত দেখা হবে পরবর্তি পোস্ট-তে। সেই পযন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
লেখক: মুহাম্মাদ সজিব/Love.com
(আল্লাহ হফেজ)