আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন,প্রথমে সবার সুস্হতা কামনা করি।যে যেখানে আছেন করোনা থেকে আল্লাহতায়ালা সবাইকে হেফাজতে রাখুক।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ের মধ্যে ঘরের সব কাজ করে আপনি নিজের জন্য কিছু করার কথা ভাবতে পারবেন।
আমরা মহিলারা বেশিরভাগ সবসময় ঘরের কাজ করতে করতে কিছু করার সময়ই পাইনা নিজের জন্য কিছু করা হয়ে ওঠেনা।অনেকে কাজে হয়তো দূর্বল বা অনেকে অলস ।একেকজনের একেক সমস্যা। অনেকে আবার কিছু করার ইচ্ছে থাকা সত্বেও কিছু করতে পারিনা ।আমরা যদি সারাদিনে একটা রুটিন করি আমি এ ই এই সময়ে এ কাজগুলো করবো তাহলে সারাদিনে অনেকটা সময় হাতে পাবো।
যারা ঘরে থাকি যৌথ পরিবার কিন্তু ইচ্ছে হয় নিজে কিছু আয় করি কিন্তু শশুর শাশুড়ী এদের নানান কথাতে করা হয়ে ওঠেনা।
১।সকাল ৬টায় ওঠে ঘরের সমস্ত কাজ কর্ম যেমন থালাবাটি ধুয়ে কাপড় চোপর থাকলে বাচ্চাদের সামালিয়ে ফেলা। নয়টার মধ্যে রান্নার জন্য যোগাড় করে রান্না করা মনে রাখতে হবে যখন কাজ করবেন অন্যদিকে খেয়াল দিলে কাজ শেষ হয়না ।তারপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে সব কাজ ঘুচিয়ে ফেলে তিনটা ।তারপর একটু রেস্ট নিয়ে আবার খাওয়াদাওয়া করে মাগরিব পর্যন্ত আপনি কাজ শেষ করে ফেলবেন।
তারপর আপনি যে কাজটা করতে আগ্রহী সে কাজটা মনোযোগ দিয়ে করবে দুঘন্টা। আমরা এখন মুটামুটি সব মেয়েরা শিক্ষিত এবং প্রতিভাসম্পন্ন। অনেকের ইচ্ছে গুলো অনেক সময় সংসারের চাপে হারিয়ে অনেকে হয়তো অবহেলায় হারিয়ে যায়।আমাদের উচিৎ যার যেমন প্রতিভা আছে সেটা কাজে লাগানো।আমি বাচ্চা কাচ্চা সব সামলিয়ে নিজে আয় করি। যার যত টাকাই থাকুক না কেন নিজে কিছু করতে পারাও মন্দ না ।কাজ মানুষ অভাবে করেনা। হয়তো কেউ অভাবে করে বা কেউ সখে ভালো থাকা থেকে করে।
মহিলারা ঘরে বসে অনেক কিছু চাইলে করতে পারে।হাতের কাজ শিখে হাতের কাজ করে আয় করতে পারে। অনেকের আবার সময় কাটেনা সময়ও কাটে।কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে বিভিন্ন আজেবাজে চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়।যে কাজই হোকনা কেন খুশি মনে আন্তরিক ভাবে করতে হবে।
আরো ভালো কিছু করতে চাইলে এখন সবার হাতে স্মার্টফোন আছে ।যে যেকাজটা সবচেয়ে বেশি পাড়ে যেমন, কেউ রান্না করতে ভালোবাসে,কেউ আর্ট করতে ভালবাসে কেউ কাথায় নকশি কাথায় ভালো ফুল তুলতে পারে ।এসব জিনিস ভিডিও করে ইউটিউবে দিলে কিছু আয় ওখান থেকে হয়।এখন মেয়েরা কেউ পিছিয়ে নেই।যে যার স্হান থেকে চাইলে অনেক কিছু করা,যায় ।সময় টা নিজের থেকে বের করতে হবে।সবকিছু সামলিয়ে নিজে কিছু করতে পারাটা সাবাস কাজ ।