বর্তমানে এ আধুনিকতা যুগে প্রবেশ করতে চলেছে বুলেট ট্রেন। এটি প্রথম যাত্রা শুরু হবে ঢাকা টু চট্টগ্রাম রুটে। এ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ। নকশা তৈরির কাজটি বর্তমানে শেষ পর্যায়ে।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম এ ট্রাভেল করতে ৬ ঘন্টার ও বেশি সময় লাগে।যদি এ রেল সেবা চালু হয় তাহলে ৬ ঘন্টার পথ মাত্র ৫৫ মিনিটে / ১ ঘন্টা ১৩ মিনিটে ট্রাভেল করা সম্ভব হবে। এ পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে। বুলেট ট্রেনটির গতি গীমা হবে ঘন্টায় ৩০০ কিলোমিটার।
এ ট্রেনটি দিনে ৫০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। এ ট্রেনটি তে ট্রাভেল করতে হলে আপনাকে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। এ ট্রেনটির রুট ম্যাপ অনুযায়ী রেলপথে ৬ টি স্টেশন রয়েছে। তা হল (ঢাকা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী)।
এ ট্রেনটি যদি এসব স্টেশনে ৩ মিনিট করে দাড়ায় তাহলে সময় ব্যয় হবে সর্বমোট ১৮ মিনিটি। আর যদি না দাড়িয়ে ননস্টপ চলতে থাকে তাহলে ট্রাভেল এর সময় সীমা হবে মাত্র ৫৫ মিনিট। তাহলে একবার চিন্তা করুন বর্তমান সময়ের কথা, ঢাকা থেকে চট্টগ্রাম এ যাতায়াত করতে সময় ব্যয় হবে ৬ ঘন্টা বা ৩৬০ মিনিট।
কিন্তু বুলেট ট্রেন এ যাতায়াত করলে আপনি মাত্র ৫৫ মিনিট এ যাতায়াত করতে পারবেন। তাহেল আপনার সময় বাচঁলো ৩০৫ মিনিট বা ৫ ঘন্টা ৫ মিনিট। (৩৬০ মিনিটে এর পথ আপনি ট্রেন এ যাতায়াত করলে ৫৫ মিনিটে আপনি আপনার গন্তব্যে প্রথম দিকে পৌঁছতে পারবেন।)
অপরদিকে রেলসূত্রে জানায়, ২০১৭ সালের মার্চ মাসে অনুমোদন পাওয়া্ এ ট্রেনের সম্ভাব্য যাচাইয়ের কাজ শেষ । এখন তা বাস্তবায়নের লক্ষ্যে। চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ যৌথভাবে কাজটি করছে। তবে ডিজাইনারা জানাচ্ছেন যে, ২০২১ জানুয়ারী মাসে এ বিশ্ল নকশার কাজটি সম্পূর্ণ্ হবে।
চট্টগ্রাম থেকে ঢাকা রুটের দূরত্ব মাত্র ৩২১ কিলোমিটার। তবে উচ্চ গতির রেলপথের চাইতে আগের রেলপখের চেয়ে ৯৪ কিলোমিটার কম। তাহলে উচ্চগতির রেলপথের ক্ষেত্রে দাড়াবে মাত্র ২২৭ কিলোমিটার। এ বুলেট ট্রেনটি চালু হলে চট্টগ্রাম-ঢাকার যোগাযোগ ব্যবস্থা চিত্রই পাল্টে যাবে।
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বুলেট ট্রেনটি চালু হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকার শুধু যোগাযোগ ব্যবস্থ্যা,ব্যবসায়িক লেনদেন যাতায়েত সহ ওনেক সুযোগ সুবিধা পাবে বলে মনে করেন। এ প্রজেক্ট টি কিভাবে দ্রুত শেষ করা যায় তা নিয়ে এখনো পরিকল্পনা করছেন।